এবার বিরাট রকমের চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষের অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে চোখ কপালে উঠেছে সকলের।
আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই বড় কাজ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মাত্র এক মাসে সাড়ে ৯ হাজার কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আপনার কপাল ভালো থাকলে আপনার অ্যাকাউন্টেও এই টাকা পাঠাতে পারে সরকার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বছর শেষ হওয়ার আগেই বড়সড় চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তবে এসবের মাঝেই এবার বিরাট রকমের চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষের অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে চোখ কপালে উঠেছে সকলের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ১২ লক্ষ গরিব পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনা খাতে (West Bengal Awas Yojana) এক সঙ্গে ৬০ হাজার টাকা করে পাঠাবে নবান্ন। এটা হল প্রথম কিস্তির টাকা। অর্থাৎ আবাস খাতে ডিসেম্বর মাসে ৭২০০ কোটি টাকা রিলিজ (Awas Yojana Fund Release Date) করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
গত শুক্রবার রাতে একটি নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর। তাতে পুরনো টাইমলাইনে সংশোধন করে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর থেকে টাকা পাঠানো শুরু করে দিতে হবে। নবান্নের এক আমলার কথায়, বাংলার প্রায় ৬০ লক্ষ মানুষের কাছে বড়দিন এগিয়ে এল। আগে স্থির ছিল, ক্রিসমাসের সময়ে তথা বড়দিনে টাকা ছাড়া হবে। এখন তা দশ দিন এগিয়ে আনা হল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।