আবহাওয়ার মতোই আগুন ছুটছে বাজারে! ফল থেকে মাছ, মাংস দাম শুনলে চমকে যাবেন

Published : Jun 12, 2024, 12:26 PM IST
Market

সংক্ষিপ্ত

আবহাওয়ার মতোই আগুন ছুটছে বাজারে! ফল থেকে মাছ, মাংস দাম শুনলে চমকে যাবেন

আজ জামাইদের দিন। তাই বিশাল আয়োজন ঘরে ঘরে। তবে দিনের সঙ্গে সঙ্গে পালটেছে নিয়মও। এখন আর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জামাইদের রান্না করে খাওয়ানো হয় না বরং রেস্তোরায় নিয়ে গিয়ে থালি খাওয়ানোর চল শুরু হয়েছে জামাইদের।

তবে বাজারে আগুন ছোঁয়া দাম। দে দেখে রীতিমতো ভিরমি খেতে হবে। সবজি থেকে শুরু করে ফল, মাছ, মাংস সবকিছুরই দাম বেড়ে গিয়েছে। আবহাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ছুটেছে বাজার দরেও।

সবজির দাম-

টমেটো- ৬০ টাকা/ কেজি

ঢেড়স-৬০ টাকা/ কেজি

ঝিঙে-৬০ টাকা/ কেজি

করলা-১০০ টাকা/ কেজি

কাঁচা লঙ্কা- ৮০ টাকা/কেজি

শসা-৮০ টাকা/কেজি

ফলের দাম

লিচু- ১০০ থেকে ২০০ টাকা

হিমসাগর আম- ১৫০ টাকা কেজি

ল্যাংড়া আম- ৮০ টাকা

কাঁঠাল- ১০০ টাকা কেজি

জাম- ২৫০ টাকা কেজি

মাছ-মাংসের দাম

মুরগির মাংস-২২০ টাকা/ কেজি

পাঁঠার মাংস- ৮৬০ টাকা কেজি

চিংড়ি মাছ- ৩৫০ কেজি

ইলিশ মাছ-২০০০ টাকা

চিতল পেটি- ৮০০ টাকা

আড় মাছ- ৬০০ টাকা

ভেটকি মাছ-৬০০, ৭০০ কেজি

বাগদা চিংড়ি-১৫০০ টাকা

খোকা ইলিশ- ১০০০ টাকা

কাতলা- ৫০০ কেজি

PREV
click me!

Recommended Stories

আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য
SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া