একতরফা প্রেম! প্রস্তাব না মানতেই নাবালিকা ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক

Published : Sep 20, 2025, 12:53 PM IST
muder 000

সংক্ষিপ্ত

Crime News: প্রেমের প্রস্তাব না মানায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia News: দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘটনাটির তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকার ঘটনা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পরিবারে অভিযোগ, তাদের দশম শ্রেণীর ছাত্রী মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেই সময় এলাকায় ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। 

ঠিক কী ঘটেছিল?

বাড়ির একটু দূর থেকেই তাকে মুখ চাপা দিয়ে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে। পরবর্তীতে ওই যুবককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। এরপর এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তাহেরপুর থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত যুবক প্রণজিৎ মন্ডল ওরফে শুভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর ওই নাবালিকা ছাত্রীর খোঁজ শুরু করে পরিবার ও এলাকার মানুষ।

রাত আনুমানিক ১২টার দিকে বাগানের মধ্যে একটি পরিতক্ত গরুর গোশালা থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত রক্তাক্ত নাবালিকা দশম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। এরপর পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের ও প্রতিবেশীদের অভিযোগ যখন এই প্রণজিৎকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছিল তখন তার দুই হাত রক্তাক্ত ছিল। তাই এলাকার মানুষ তার উপরেই সন্দেহ করছিল। 

পরিবারের আরও অভিযোগ এই প্রনজিৎ মন্ডল মাঝেমধ্যেই উত্তপ্ত করত ওই দশম শ্রেণীর ছাত্রীকে। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত মেম্বার জানান ছমাস আগে তিনি জানতে পারেন এই অভিযুক্ত যুবক ওই দশম শ্রেণীর ছাত্রীকে ভালোবাসতো। তবে ছাত্রীর পক্ষ থেকে কোন সাড়া না পেয়েই এই খুন বলে মনে করছেন স্থানীয়রা। 

ঘটনা সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছে দশম শ্রেণীর ছাত্রীর পরিবার। ঘটনাস্থলে মোতায়ন রয়েছে তাহেরপুর থানার পুলিশ। আজ ওই ছাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত হবে রানাঘাট পুলিশ মর্গে। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য