উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও কমবে না দাবদাহের অস্বস্তি।
উত্তরবঙ্গে আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কারণ, মৌসুমি অক্ষরেখা এগোচ্ছে উত্তরবঙ্গের দিকে, অবস্থান গোরখপুর, জলপাইগুড়ি, নাগাল্যান্ড, বাংলাদেশ হয়ে আসাম। আজ আগামীকাল ও পরশু বেশি বৃষ্টি হবে উপরের দার্জিলিং, জলপাইগুড়িত, কোচবিহার, আলিপুরদুয়ার কালিম্পঙে। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শনিবারের পর মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলাতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও তাতে পুরোপুরি গরমের অস্বস্তি কাটবে না শহরে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারের আগে ভ্যাপসা গরম কমার কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির ঘাটতির জেরেই খানিকটা অস্বস্তি ভাব রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সন্ধ্যার দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার দরুন তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভাবে মেঘ সঞ্চার হয়ে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী কয়েকদিন।
রবিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও মনে করছে হাওয়া অফিস। তবে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর জেরে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে বলে আশা।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে দীর্ঘদিন বাড়িছাড়া কোচবিহারের বিজেপি কর্মী, অপমানে ও আতঙ্কে বিষ খেলেন তাঁর স্ত্রী
Weather Forecast: নিম্নচাপের ফাঁড়া কাটলেও আজ থেকে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস