'আনিসের মৃত্যুতে কাদের লাভ তা তদন্ত করে দেখা উচিত', বলছেন কুণাল ঘোষ

রবিবার বিকেলে অশোকনগর কল্যাণগড় পুরসভার বনবনিয়া এলাকায় একটি জনসভায় যোগদান করেছিলেন কুণাল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খানের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, "দোষীদের যথাযথ শাস্তি চাই, পুলিশ রহস্যের সমাধান করবে। পুলিশের পোশাক পরে যারা খুন করতে চায় তাদের উদ্দেশ্য হল পুলিশ আর সরকারকে ভিলেন বানানো।"

আমতাকাণ্ডে (Amta Issue) ২৪ ঘণ্টার (24 Hours) বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। মৃত ছেলের খুনিদের (Murderer) শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ প্রশাসনের দিকে সরাসরি অভিযোগ করেছে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশ আদৌ কিছু করছে না। বাড়িতে এসে মৃতদেহ ময়নাতদন্তের (Post-Mortem) জন্য নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করেনি আমতা থানা (Amta Police Station)। আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রবিবার বিকেলে অশোকনগর কল্যাণগড় পুরসভার বনবনিয়া এলাকায় একটি জনসভায় যোগদান করেছিলেন কুণাল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খানের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, "দোষীদের যথাযথ শাস্তি চাই, পুলিশ রহস্যের সমাধান করবে। পুলিশের পোশাক পরে যারা খুন করতে চায় তাদের উদ্দেশ্য হল পুলিশ আর সরকারকে ভিলেন বানানো। যারা পুলিশের পোশাক পরে এ কাজ করেছে তারা আসলে পুলিশ নয়, পরিকল্পিতভাবে পুলিশের পোশাক ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক অপপ্রচারের জন্য যাদের লাভ তারা এগুলো করেছে। এতে কাদের লাভ সেটা তদন্ত করে দেখা উচিত।"

Latest Videos

আরও পড়ুন- ছাত্রনেতার মৃত্যুতে রণক্ষেত্র পার্ক সার্কাস, ব্যারিকেড ভেঙে এগোল মোমবাতি মিছিল

উল্লেখ্য, মৃত যুবকের বাবা সালাম খানের অভিযোগ পুলিশের পোশাক পরিহিত ৪ জন লোক বাড়ির ভেতরে ঢুকে আনিসকে খুন করে। পরিবার সূত্রে খবর আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আনিস আগাগোড়া কলকাতাতেই থাকতেন। তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। শুক্রবার সন্ধ্যাবেলা পাড়ার একটি জলসাতে গিয়েছিলেন। এরপরে গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। তার কিছুক্ষণ পরেই হঠাৎ চার জন লোক রাত ১টা নাগাদ তাঁদের বাড়িতে যান। ওই চারজনের মধ্যে একজন পুলিশের পোশাক পরা থাকলেও বাকিদের শরীরে জলপাই রঙের পোশাক পরা ছিল। আমতা থানার পুলিশ পরিচয় দিয়ে তারা তিনতলা থেকে আনিসকে ফেলে দেয়। তার জেরেই মৃত্যু হয় আনিসের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

আরও পড়ুন- আনিশের মৃত্যুতে হোক সিবিআই তদন্ত-তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিবারের

আর এই ঘটনার জন্য রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে রাজনৈতিক খুন নতুন ঘটনা নয়। বিরোধী কর্মীদের খুন করানো হত। নিজের কর্মীদেরও খুন করিয়েছে তৃণমূল। এতদিন তো সিএএ-র বিরোধিতায় ওঁর নেতৃত্বে হয়েছে। তৃণমূল তো সঙ্গেই ছিল। সুজনবাবু বলেছেন, পুলিশ দিয়ে নাকি এনকাউন্টার করানো হয়েছে। পুলিশ দিয়ে যে এনকাউন্টার হয় তা আমার জানা নেই। তাহলে এত দুর্বৃত্ত রাস্তায় ঘুরে বেড়াত না। যাই হোক সামাজিক, রাজনৈতিক কর্মী খুন হয়েছেন। তদন্ত হওয়া উচিত। রহস্য উদঘাটন হোক। আত্মহত্যা হলে সেটাও সামনে আসা দরকার।"

আরও পড়ুন- গভীর রাতে পুলিশের পোশাক পরে বাড়িতে হানা, ছাদ থেকে ফেলে খুন ছাত্রনেতাকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari