'বউ নিখোঁজ, খুঁজে দিন, নাহলে নতুন বউ ম্যানেজ করুন', পঞ্চায়েতে যুবকের চিঠি ভাইরাল

Published : Sep 29, 2020, 08:21 PM ISTUpdated : Sep 30, 2020, 12:16 PM IST
'বউ নিখোঁজ, খুঁজে দিন, নাহলে নতুন বউ ম্যানেজ করুন', পঞ্চায়েতে যুবকের চিঠি ভাইরাল

সংক্ষিপ্ত

বউ খুঁজতে আবেদন পঞ্চায়েত অফিসে সেই আবেদনের চিঠি ঘিরে তোলপাড় বউ খুঁজে না পেলে নতুন বউ ব্যবস্থার আবেদন আবেদন চিঠি ভাইরাল উত্তরবঙ্গ জুড়ে

প্রযুক্তি যুগে এমন ঘটনা প্রকাশ্য়ে আসতে পারে! কেউ কোনও দিন দেখেছেন কিনা সন্দেহ। পঞ্চায়েত অফিসে এক ব্যক্তি তাঁর স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, আবেদনপত্রে তিনি লিখেছন, 'বউ পাওয়া না গেলে নতুন বউ ম্যানেজ করে দিতে হবে'। যদিও, ভাইরাল হওয়া এই চিঠির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

আরও পড়ুন-সবজি ভর্তি লরি লুঠ করল হাতি, দেখুন সেই ছবি

চিঠি দেখে জানাগেছে, কোচবিহারের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চিঠি লিখেছেন এক ব্যক্তি। সেখানে তিনি আবেদন করেছেন, ''২০১৯-এর ১৯ অক্টোবর থেকে আমার বউ হারিয়ে গিয়েছে। মহাশয়ার কাছে বিনীত নিবেদন এই যে, হয় আমার ওই বউকে খুঁজে দিন, নয়তো একটা বউ ম্যানেজ করে দিয়ে বাধিত করিবেন'', ইতি নিবেদন বিনীত কুমার বল। 

আরও পড়ুন-ভোল বদলালো বিশ্বভারতীর পাঁচিল বিরোধী আন্দোলন, হিংসা থেকে প্রতিবাদ হল বাউল গানে

ভাইরাল হওয়া এই চিঠির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই চিঠিটি ভাইরাল হয়েছে। যাকে ঘিরে তোলপাড় নেট দুনিয়া। নজিরবিহীন এই ধরনের চিঠির স্বাদ পেয়ে উপভোগ করছেন নেটিজেনরাও।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ