সকাল-সন্ধ্যায় শীতের আমেজ চলবে, বলছে আবহাওয়া দফতর

  • সকাল, সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে
  • বেলা বাড়ার সঙ্গে বাড়বে তাপমাত্রা
  • বেলা বাড়লে আদ্রর্তা জনিত অস্বস্তি থাকবে
  • পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ

আগামী কয়েকদিন রাজ্যজুড়ে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকেব। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা গিয়েছে। বেলা বাড়লে সামান্য আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীচ চলে এলেও রাজ্যে উত্তর-পশ্চিমের যে হাওয়া রয়েছে তা পুরোপুরি ছড়িয়ে পড়তে আরও কিছুটা সময় লাগবে। ফলত চলতি মাসের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে কলকাতায় শীত আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমেদর জোলগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে রাজ্যে। 

Latest Videos

একদিকে উত্তর-পশ্চিম হাওয়া ও অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে ফের তুষার পাত হয়েছে। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ এলেও পাকাপাকি শীত আসতে এখনও কিছুটা অপক্ষে করতে হবে। 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News