নেশা মুক্তি কেন্দ্রের মহিলাদের জোর করে আটকে মধুচক্র, অভিযোগে উত্তপ্ত বালির নিশ্চিন্দা এলাকা

Published : Jul 30, 2022, 04:13 PM IST
নেশা মুক্তি কেন্দ্রের মহিলাদের জোর করে আটকে মধুচক্র, অভিযোগে উত্তপ্ত বালির নিশ্চিন্দা এলাকা

সংক্ষিপ্ত

বালিতে অবস্থিত ‘রিকাস্ট সেন্টার’ নামের একটি বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, সেখানে বেশ কিছু মহিলা রোগীদের চিকিৎসা করানোর নামে কয়েক মাস ধরে, এমনকি একাধিক রোগীকে এক বছরেরও বেশি সময় ধরে রোগের বা নেশায় আসক্তির দোহাই দিয়ে অকারণে মিথ্যা অজুহাত দেখিয়ে আটকে রাখা হয়েছে এবং মধুচক্র চালানো হচ্ছে।

ভারতের বিভিন্ন রাজ্যে লাইসেন্স ছাড়া রিহ্যাব সেন্টারের সংখ্যা বেড়ে গিয়েছে হু হু করে। আর, এইসব কেন্দ্রগুলিতে বিভিন্ন বেআইনি কাজকর্মের পাশাপাশি চলছে পিটিয়ে খুন করার মতো অমানবিক ঘটনাও। 

পশ্চিমবঙ্গও এই দুঃখজনক ঘটনা থেকে বাদ পড়েনি। তবে, সাম্প্রতিক একটি পুনর্বাসন কেন্দ্রের ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে হাওড়ার বালিতে। এই অঞ্চলের নিশ্চিন্দা এলাকায় মহিলাদের জন্য তৈরি হওয়া একটা নেশা মুক্তি কেন্দ্রে আজ সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে। এখানে ভর্তি থাকা রোগীদের দিয়ে মালিকপক্ষ মধুচক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ। 

বালিতে অবস্থিত ‘রিকাস্ট সেন্টার’ নামের ওই বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, সেখানে বেশ কিছু মহিলা রোগীদের চিকিৎসা করানোর নামে তাঁদের গত কয়েক মাস ধরে, এমনকি একাধিক রোগীকে এক বছরেরও বেশি সময় ধরে রোগের বা নেশায় আসক্তির দোহাই দিয়ে অকারণে মিথ্যা অজুহাত দেখিয়ে আটকে রাখা হয়েছে এবং প্রতিবাদ করলে বেরোতেও দেওয়া হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এদের আটকে রেখে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্ম করানো হচ্ছিল।

রিহ্যাব সেন্টারে মহিলাদের আটকে রেখে মধুচক্র চালানোর ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন যাবৎ ক্ষোভ তো ছিলই। এরপর আগুনে ঘৃতাহুতি পড়ে, যখন ওই রিকাস্ট সেন্টারের খোদ মালিকের স্ত্রী নিজে উদ্যোগ নিয়ে রোগীদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগটা সকলের সামনে আনেন এবং লোকাল থানায় অভিযোগ দায়ের করেন। বাড়ির ভেতরে থাকা মহিলারা স্পষ্ট জানান যে, তাঁদের মধ্যে কোনও রোগী নেই। তাঁদের প্রায় কয়েক বছর ধরে এখানে আটকে রাখা হয়েছে। ভেতরের ঘরে তল্লাশি করে একটি কাঠের আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রচুর ওষুধের স্ট্রিপও।

এর পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। সকাল থেকে শুরু হয় চিৎকার, চেঁচামেচি, রাস্তা অবরোধ, প্রতিবাদী স্লোগান এবং পুনর্বাসন কেন্দ্রের কর্মীদের মারধর। খবর পেয়ে স্থানীয় লোকজনের মারধর থেকে তাদের উদ্ধার করতে ছুটে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। আপাতত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রিহ্যাব সেন্টারের মালিক এবং অন্যান্যরা পলাতক। পুলিশের কাছে এই অন্যায়ের দ্রুত নিষ্পত্তির দাবি তুলেছেন ক্ষিপ্ত জনতা। 

আরও পড়ুন-
জন্মেই মায়ের সঙ্গে খুনশুটি, এক দিনের হস্তি শাবকের ভাইরাল ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়
অসমে বন্যায় ভেসে যাওয়া গণ্ডার শাবককে বাঁচাল গ্রামবাসীরা, বিপন্ন কাজিরাঙা দেখলেন মুখ্যমন্ত্রী
মারকাটারি ফিগার, চাউনিতে হবেন পাগল, চিনে নিন এই সুপার হট অ্যান্ড সেক্সি গল্ফারকে

PREV
click me!

Recommended Stories

Naushad Siddiqui ISF: 'SIR এর শুনানিতে যাবেন না! অধিকার সভায় যান', এ কী বলছেন নওশাদ?
Humayun Kabir: বেলডাঙার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন হুমায়ূন কবীর, দেখুন কী বলছেন