প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, দেখা করতে এসে নৃশংস কাণ্ড ঘটালো নদিয়ার প্রেমিক

Published : Jul 13, 2019, 01:03 PM IST
প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, দেখা করতে এসে নৃশংস কাণ্ড ঘটালো নদিয়ার প্রেমিক

সংক্ষিপ্ত

প্রেমিকের হাতে খুন প্রেমিকা প্রেমিকার উপর হামলা চালিয়ে আত্মহত্যার চেষ্টা কী কারণে প্রাণঘাতী হামলা, তদন্তে পুলিশ  

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেই নৃশংস কাণ্ড ঘটালো প্রেমিক। প্রেমিকার পেটে ভোজালি দিয়ে আঘাত করার পরে নিজের পেটেও একই ভাবে ভোজালি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার মুড়াগাছা মিলননগর গ্রামে।

আরও পড়ুন- তান্ত্রিকের ঘরে উদ্ধার রক্তাক্ত দেহ! মৃতের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগ
    

সূত্রের খবর, নদিয়ার হাঁসখালি থানার রামনগর এলাকার বাসিন্দা রত্না মল্লিকের (২৩) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভায়নার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের (২৮)। বেশ কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে কোনও কারণে মনোমালিন্য চলছিল বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে মিলননগর গ্রামেই তাঁরা দু' জনে দেখা করতে যায়। তখনই ফের তাঁদের মধ্যে বচসা বাঁধে। এর মধ্যেই আচমকা বিশ্বজিৎ নামে ওই যুবকে তাঁর প্রেমিকার পেটে ভোজালি ঢুকিয়ে আঘাত করে। তার পর নিজের পেটেও ভোজালি মেরে আত্মহত্যার চেষ্টা করে সে। 

আরও পড়ুন- মাঝরাস্তায় ফিল্মি কায়দায় তৃণমূল নেতা খুন, মুর্শিদাবাদে হত্যালীলা চলছেই

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দু' জনকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা হাঁসখালি থানায় খবর দিলে পুলিশ দু' জনকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে এবং রত্না মল্লিককে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও সেখানে নিয়ে গেলে রত্না মল্লিককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে প্রাণঘাতী হামলা চালালো প্রেমিক, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 
 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান