সংক্ষিপ্ত

  • বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে মহারাষ্ট্র ও হরিয়ানায়
  • প্রাথমিক গণনার পর দুই রাজ্য মিলিয়ে পিছিয়ে পড়েছেন বিজেপির পাঁচ মন্ত্র
  • জাঠ অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপির ঝুলিতে ভোট বেশ কম পড়েছে

 

ভোট গণনা চলছে মহারাষ্ট্র ও হরিয়ানায়। প্রাথমিক গণনার প্রবনতা বলছে মহারাষ্ট্রে বড় জয় পেতে চলেছে বিজেপি-শিবসেনা জোট। তবে হরিয়ানায় কিন্তু লড়াই জমে উঠেছে। হরিয়ানায় বিশেষ করে জাঠ অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপির বেশ কয়েকজন বিশিষ্ট নেতা পিছিয়ে পড়েছেন।

মনোহরলাল খট্টর মন্ত্রীসভার তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী - ওমপ্রকাশ ধনখড়, ক্যাপ্টেন অভিমন্যু, রামবিলাস শর্মা পিছিয়ে আছেন। ২০১৯ লোকসভা নির্বাচনেও হরিয়ানার অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল বিজেপি।

মহারাষ্ট্রে বড় জয়ের আবহেও বিজেপি সরকারের দুই বিশিষ্ট মন্ত্রী পিছিয়ে আছেন। বিজেপির রাজ্য সভাপতি তথা মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল কুথ্রুদ কেন্দ্রে এমএননসি-র প্রার্থীর থেকে পিছিয়ে আছেন। আর পরলি বিধানসভা কেন্দ্রে এনসিপির প্রার্থীর সঙ্গে জোর লড়াই চলছে বিজেপির মন্ত্রী পঙ্কজা মুন্ডের। কোনও রাউন্ডে পঙ্কজা পিছিয়ে পড়ছেন, কোনও রাউন্ডে অল্প ভোটে এগিয়ে যাচ্ছেন।

তবে গণনা সবে মাত্র ঘন্টাখানেক হয়েছে। এটা প্রবণতা মাত্র। গণনার শেষে এই পাঁচ মন্ত্রীই জয়ী হতে পারেন।