সংক্ষিপ্ত
- জন্মতারিখ বলে দিতে পারে কোনও ব্যক্তির কী রাশি
- কী কী কাজ করলে সৌভাগ্য সর্বদাই আপনার সঙ্গী হতে পারে তা বলতে পারেন বাস্তুশাস্ত্রবিদরা
- সৌভাগ্যকে সর্বদা সঙ্গী করতে সাহায্য করে এই বিশেষ কয়েকটি গাছ
- জেনে নিন কোন রাশির মানুষ বাড়িতে কী গাছ লাগাবেন
জন্মতারিখ বলে দিতে পারে কোনও ব্যক্তির কী রাশি। পাশাপাশি কী কী কাজ করলে সৌভাগ্য সর্বদাই আপনার সঙ্গী হতে পারে। সেইমতো বাস্তুশাস্ত্রবিদরা বলেন সৌভাগ্যকে সর্বদা সঙ্গী করতে সাহায্য করে এই বিশেষ কয়েকটি গাছ। তাই রাশি অনুসারে কোন রাশির জন্য কোন গাছ বাড়়িতে রাখা শুভ।
মেষ- মেষ রাশির জাতকদের জন্য শুভ হল চন্দন গাছ। যদিও এই গাছ খুবই দামী, তাও এই গাছ বাড়িতে রাখা শুভ।
বৃষ- বৃষ রাশির জাতকদের জন্য সৌভাগ্য বহন করে সপ্তপর্ণী গাছ। এর পাশাপাশি পেঁপে এবং চামেলী ফুলের গাছও সৌভাগ্যবাহী।
মিথুন- মিথুন রাশির জাতকদের জন্য অ্যালোভেরা গাছ সৌভাগ্য বহন করে বলে মনে করা হয়। পাশাপাশি আর্থিক সমৃদ্ধিতেও এই গাছ বিশেষ কার্যকর।
কর্কট- কর্কট রাশির জাতিকদের জন্য সৌভাগ্য বহন করে পলাশ ফুলের গাছ।
সিংহ- সিংহ রাশির জাতকদের জন্য যেকোনও সাদা ফুলের গাছ বাড়িতে রাখাই শুভ। বেল-জুঁই-গন্ধরাজ বাড়িতে রাখলেই সৌভাগ্য ধরা দেবে আপনার হাতে।
কন্যা- কন্যা রাশির জাতকদের জন্য আম গাছ বাড়িতে রাখা খুব শুভ।
তুলা- তুলা রাশির জাতকদের জন্য সৌভাগ্য বহন করে বকুল ফুলের গাছ।
বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতকদের জন্য কৃষ্ণচূড়া গাছ বাড়িতে রাখা খুবই শুভ, সেকারণেই বাড়িতে রাখুন লাল কৃষ্ণচূড়ার গাছ।
ধনু- ধনু রাশির জাতকদের যেকোনও ফল গাছ বাড়িতে রাখা শুভ। এর মধ্যে আম-কলা বিশেষ উল্লেখযোগ্য।
মকর - রাশির জাতকদের জন্য সৌভাগ্য বহন করে নিম গাছ।
কুম্ভ- একইভাবে কুম্ভ রাশির জাতকরাও বাড়িতে নিমের গাছ লাগান। নিমের হাওয়া শরীরের পক্ষে খুবই ভাল।
মীন- মীন রাশির জাতকদের জন্য বটগাছ খুবই সৌভাগ্য বহন করে থাকে।