সংক্ষিপ্ত
- রাশি বলে দিতে পারে একজন মানুষ কেমন প্রকৃতির হতে পারেন
- এবার জেনে নিন রাশি অনুযায়ী মা-বাবা হিসাবে আপনি কেমন
- সন্তান প্রতিপালনে আপনি কেমন, তা জেনে নিন আপনার রাশি থেকে
রাশি হিসাবে কে কেমন স্ত্রী বা স্বামী, প্রেমিক বা প্রেমিকা-এই নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু জানেন কী, রাশি অনুযায়ী বাবা কিংবা মা হিসাবে আপনি কেমন।
- মেষ- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসাবে সন্তানকে যেকোনও কাজে উৎসাহ দিয়ে থাকেন।তবে কম বয়সে বাবা-মা হলে সন্তানের দুষ্টুমি সহ্য না করতে পেরে একটু অধৈর্য হয়ে উঠতে পারেন। এই রাশির মায়েরা অন্য সব কাজের থেকে সন্তানের জন্য বেশি সময় ব্যয় করে থাকেন।
- বৃষ - এই রাশির জাতক-জাতিকারা শৈশবে তাঁরা নিজেরা যে সুযোগ-সুবিধা পাননি, নিজের সন্তানকে সেই সবকিছু দেওয়ার চেষ্টা করেন। অভিভাবক হিসাবে এরা নিয়ম-শৃঙ্খলার দিক থেকে একটু কড়া হয়ে থাকেন।
- মিথুন- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে অত্যন্ত সুবিবেচক। সন্তানের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয় এই রাশির জাতক-জাতিকাদের। সন্তানরাও নিজের বাবা-মা'র মন খুব ভাল বুঝতে পারেন।
- কর্কট -এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে অসাধারণ। তবে মাঝে মাঝে অতিরিক্ত নজরদারি করে থাকেন এরা। তবে সন্তানদেরকে স্বাধীনতা দেওয়াও প্রয়োজন।
- সিংহ -এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের জন্য শিক্ষামূলক কাজে উৎসাহী। এরা সন্তানদের উৎসাহ দিতে ভালোবাসেন কিন্তু কখনও কখনও নিজেদের অচরিতার্থ প্রত্যাশা অন্য়ের ওপর চাপিয়ে দিতে ভালবাসেন।
- কন্যা- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে পরিবার পরিকল্পনায় বিশ্বাসী হয়ে থাকে। এরা সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবরকম চেষ্টা করে থাকেন।
- তুলা- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের প্রতি একেবারেই কঠোর মনোভাব রাখেন না। তবে নিজের সন্তানকে সামাজিক মূল্যবোধ-র শিক্ষা দিতে কোনও চেষ্টাই বাকি রাখেন না।
- বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে একটু বেশিই কঠোর এবং মেজাজি প্রকৃতির। খুব ছোট-খাটো বিষয়েও এরা সন্তানের প্রতি অধৈর্য হয়ে পড়েন। সন্তানের ভাল চেয়ে কঠোর হলেও কিছু কিছু ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া উচিত।
- ধনু- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে একটু মিশ্র প্রকৃতির। সন্তান দোষ করলে যেমন বকা দেন তেমনই সন্তানের ভাল হলে তার প্রশংসাও করেন।
- মকর - এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের জন্য নিজের কর্মক্ষেত্র থেকে সরে আসতে পছন্দ করেন না। আর সেই কারণেই সন্তানের সঙ্গে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে থাকেন।
- কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে সন্তানের প্রতি অত্যন্ত ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকেন। সন্তানদের সব বিষয়েই উৎসাহ করতে পছন্দ করেন।
- মীন- এই রাশির জাতক-জাতিকারা অভিভাবক হিসেবে খুবই ভাল। শিশুসুলভ মানসিকতা থাকার জন্য অভিভাবক হিসেবে এরা সন্তানের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন।