সংক্ষিপ্ত

  • ধনু রাশির জাতকদের সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে সিংহ রাশির জাতকদের
  • বৃষ  রাশির জাতকদের সঙ্গে বন্ধুত্ব অনেকদিন পর্যন্ত টেকে কন্যা রাশির
  • মিথুন ও কুম্ভ রাশি জাতকদের সঙ্গে বন্ধুত্ব ভাল হয় তুলা রাশির
  • কর্কট, বৃশ্চিক ও মীন রাশির সঙ্গে খুব ভাল বন্ধুত্ব হয় বৃশ্চিক রাশির জাতকদের 
  • মেষ রাশি-  মেষ রাশির সঙ্গে সিংহ বা ধনু রাশির বন্ধুত্ব খুব গাড় হয়। এই রাশির জাতক-জাতিকারা প্রায়শই নিত্যনতুন বন্ধু তৈরি করতে ভালোবাসে।  এই রাশির জাতকরা বিপদে আপদে বন্ধুর পাশে দাঁড়ানোর মানসিকতা রাখে।
  • বৃষ রাশি- বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে এই রাশির জুড়ি মেলা ভার। এরা চট করে কারও সঙ্গে বন্ধুত্ব করেন না ঠিকই একবার কারও সঙ্গে বন্ধুত্ব হলে আজীবন তারা এই সম্পর্ক বজায় রাখে। কন্যা ও মকর রাশির জাতকদের সঙ্গে বৃষ রাশি ভাল বন্ধুত্ব হয়। 
  • মিথুন রাশি- তুলা ও কুম্ভ রাশি জাতকরা মিথুন রাশির জাতকদের ভাল বন্ধু। এরা বন্ধুর গুণগ্রাহী হয়ে থাকেন। বন্ধুকে সুপরামর্শ দিতে এরা ভালবাসেন।বন্ধুর পাশে থাকাকে পরম ধর্ম বলেও মন করেন এরা। 
  • কর্কট রাশি -  একমাত্র নিজের রাশির জাতকদের সঙ্গেই সবচেয়ে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে  কর্কট রাশির। এই রাশির জাতকরা খুবই ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য।বন্ধুর সমস্যার সমাধান করে এঁরা সুপরামর্শ দিয়ে থাকেন। তবে নিজের সমস্যা ও অনুভূতিগুলি বন্ধুর সঙ্গে সহজে ভাগ করে নিতে পারেন না।
  • সিংহ রাশি - খুব সহজেই সকলের সঙ্গে মিশতে পারেন এরা। কিন্তু বন্ধুত্বের প্রশ্ন উঠলে ধনু রাশির জাতকদের সঙ্গেই ভাল বন্ধুত্ব গড়ে ওঠে সিংহ রাশির জাতকদের। 
  • কন্যা রাশি -এই রাশির জাতকদের নিজের রাশি এবং বৃষ ও কন্যা রাশির জাতকদের সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। এই রাশির জাতকরা খুবই বোঝদার হন। বন্ধুর যেকোনও সমস্যাই তারা সমাধান করার জন্য তৎপর হয়ে ওঠে।
  • তুলা রাশি-  সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন তুলা রাশির জাতকরা। তবে মিথুন ও কুম্ভ এবং নিজের রাশির জাতকদের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব তৈরি হয় এদের। 
  • বৃশ্চিক রাশি-  বৃশ্চিক রাশির জাতকদের বন্ধু হিসাবে চোখ বন্ধ করে ভরসা করা যায়। বন্ধুত্বের খুব ভাল মর্যাদা দেন এই রাশির জাতকরা। সাধারণত নিজের রাশি ছাড়া কর্কট ও মীন রাশির জাতকের সঙ্গে বৃশ্চিক রাশির জাতকদের গাঢ় বন্ধুত্ব হয়।
  • ধনু রাশি- এই রাশির জাতকরা যেকোনও বিষয়েই খুব অকপট। কোনও কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা-সাপ্টাভাবেই বলা পছন্দ করেন এরা।  নিজের রাশি ছাড়া মেষ ও সিংহ রাশির জাতকদের সঙ্গে তাঁদের বন্ধুত্ব খুব ভাল হয়।

  • মকর রাশি-  মকর রাশির জাতকরা খুব ভাল বন্ধু হয়ে ওঠেন বৃষ ও কন্যা রাশির জাতকদের। এই রাশির সঙ্গে এদের সখ্যতা খুব গভীর হয়ে থাকে।
  • কুম্ভ রাশি- নিজের রাশি ছাড়া মিথুন ও তুলা রাশির জাতকদের সঙ্গে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে কুম্ভ রাশির জাতকদের। বন্ধুদর জন্য এরা সর্বদা প্রস্তুত থাকে। বিপদে আপদে বন্ধুদের পাশে থাকাকে এরা নিজের ধর্ম বলে মনে করে। 
  • মীন রাশি- মীন রাশির বন্ধু হিসাবে খুবই বিশ্বস্ত প্রকৃতির হয়ে থাকেন। কর্কট ও বৃশ্চিক রাশির সঙ্গে মীন রাশির খুব ভাল বন্ধুত্ব হয়।