সংক্ষিপ্ত
- সপ্তাহের সাতটি দিন নিয়ম মেনে খাবারেই মিলবে সৌভাগ্য
- সাত দিনে খেতে হবে নির্দিষ্ট কিছু খাবার
- জ্যোতিষ মতে এমনই বিশ্বাস
- সপ্তাহের কোন দিন কী কী খাবার খাওয়া উচিত, জেনে নিন
জ্যোতিষশাস্ত্র এমন একটি বিজ্ঞান যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য নিরূপণ করে। জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এই জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেকটি দিনের রয়েছে কিছু বিশেষ তাৎপর্য। সপ্তাহের সাতটি দিন নিয়ম মেনে খাবার খেলেই হবে সার্বিক উন্নতি, মিলবে সৌভাগ্য। সেই নিয়মগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন- রাশিঘর পরিবর্তন করবে মঙ্গল, বৃদ্ধি পাবে ৫ রাশির সমস্যা
সপ্তাহের সাত দিন নির্দিষ্ট কিছু খাবার খেলে তা আপনার জীবনে সাফল্য এবং সুসংবাদ এনে দিতে সাহায্য, জ্যোতিষ মতে এমনই বিশ্বাস। এক নজরে দেখে নেওয়া যাক, সপ্তাহের কোন দিন কী কী খাবার খাওয়া উচিত। এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।
আরও পড়ুন- ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন
সপ্তাহের প্রথম দিন রবিবার মুগ ডাল এবং বেল খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করে জ্যোতিষশাস্ত্র।
সোমবারে কোনও শুভ কাজ করার আগে কলা এবং মধু খেলে কাজে সাফল্য মেলে।
মঙ্গলবার খাবারের পাতে রাখতে পারেন ধনে পাতা। কোনও শুভ কাজ করার আগে, ধনে পাতা খেলে কাজ সফল হবে।
বুধবারে পাতে রাখুন মিষ্টি জাতীয় খাদ্য। শুভ কাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় পদ আপনাকে সাফল্য এনে দিতে পারে।
বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে শুভ কাজে যাওয়ার আগে ভাত, ডাল এবং ঘি খান।
শুক্রবার দুগ্ধজাত খাবার খাওয়া খুব শুভ।
শনিবার কোনও শুভ কাজ করার আগে ঘি খান, তবে কাজে সাফল্য মিলতে পারে।