সংক্ষিপ্ত
রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা একে অপরের থেকে আলাদা। এরা সহজে সকলকে আপন করে নেন। আর সে কারণে তাদের থেকে আঘাতও পান। এই রাশির ছেলে মেয়েরা সতর্ক থাকুন। তা না হলে নিজেরাই পরে বিপদে পড়বেন।
শাস্ত্রে উল্লেখ আছে ১২টি রাশির কথা। এই সকল রাশিরই অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে এমন তফাত। আমাদের মধ্যে কেউ দয়াবান, কেউ পরোপকারী। তেমনই কেউ স্বার্থপর। কেউ নম্র তো কেউ উদ্ধত। তেমনই কেউ বোকা তো কেউ ধূর্ত। শাস্ত্র মতে, প্রতিটি রাশির গ্রহ আলাদা। সে কারণে সকলের চরিত্রে এমন তফাত। তফাত আছে ব্যক্তির মানসিকতাতেও। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা একে অপরের থেকে আলাদা। এরা সহজে সকলকে আপন করে নেন। আর সে কারণে তাদের থেকে আঘাতও পান। এই রাশির ছেলে মেয়েরা সতর্ক থাকুন। তা না হলে নিজেরাই পরে বিপদে পড়বেন।
কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা সহজে কাউকে আপন করে নেন। এরা নিজেদের মনের কথা সহজে জানিয়ে ফেলেন। চট করে সকলকে বিশ্বাস করে ফেলেন। সে কারণে পরে আঘাত পান। এদের এই আচরণের অনেকে ভুল ব্যবহার করে থাকে। তাই আপনি যদি এই তালিকায় থাকেন, তাহলে নিজের এমন স্বভাবের বদল করুন।
তুলা রাশি
এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। কাউকে বিশ্বাস করা ভালো। তবে, না জেনে অধিক বিশ্বাস করলে বিপদে পড়তে হয়। আর তুলা রাশির ছেলে মেয়েরা এই ভুলটাই করে থাকেন। এরা সহজে কাউকে বিশ্বাস করেন ও আপন করে নেন। আর ভুল ব্যক্তিকে আপন করলে এরা বিপদে পড়েন।
আরও পড়ুন- আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই তারিখের জাতক-জাতিকা, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা
আরও পড়ুন- এই ৪ রাশির মেয়েরা স্বামীর জন্য খুব ভাগ্যবান, আপনি কি আছেন এই তালিকায়
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েদের প্রেম জীবন তেমন সুখের হয় না। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। তবে, এরা সহজে কাউকে আপন করতে ওস্তাদ। এরা সহজে অন্যের থেকে প্রত্যাশা করে ফেলেন। সে কারণে দুঃখও পান। তেমনই অধিক বিশ্বাসের কারণে এদের সুযোগ নিয়ে থাকেন অনেকে। তবে, অনেক সময় এদের এই আপন করা স্বভাব অন্যের কাছে এদের জনপ্রিয়তা বাড়ায়। চিনে নিন সহজে লোককে আপন করেন এরা, ফলস্বরূপ দুঃখ পান এই চার রাশির ছেলে মেয়েরা।