সংক্ষিপ্ত

বাড়ির সদর দরজায় সামান্য কিছু পরিবর্তন করলেই আর্থিক ভাগ্যে বদল আসতে পারে। কেটে যেতে পারে আর্থিক দুরবস্থা।

বাড়ির সদর দরজাই বলে দেয় বাড়ির মালিকের রুচিবোধ কেমন। সদর দরজা যেন কোনও বাড়ির প্রতিনিধি হিসেবে যেন আগন্তুককে স্বাগত জানায়। বাড়ির সুরক্ষার জন্য যেমন সদর দরজাকে শক্তপোক্ত হতে হয়, তেমনই সদর দরজা ফিরিয়ে দিতে পারে আপনার অর্থভাগ্য, একথা হয়ত অনেকেই জানেন না। 

বাড়ির সদর দরজায় সামান্য কিছু পরিবর্তন করলেই আর্থিক ভাগ্যে বদল আসতে পারে। কেটে যেতে পারে আর্থিক দুরবস্থা। জ্যোতিষশাস্ত্র মতে সদর দরজা পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। জেনে নিন কীভাবে বাড়ির সদর দরজায় সামান্য পরিবর্তন আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে।

১. ঘরের প্রধান দরজার আশপাশে এবং বাইরের বারান্দা বা চাতাল সব সময়ে পরিষ্কার রাখুন। গঙ্গাজলের সঙ্গে গোমূত্র মিশিয়ে ছিটিয়ে দিন।

২. পুজোর সময় অনেকেই বাড়িতে আলপনা দেন। কিন্ত, আর্থিক সমৃদ্ধির জন্য বাড়ির সদর দরজার বাইরে সাদা আলপনা এঁকে রাখুন সারা বছর।

৩. সদর দরজার দু’পাশেই প্রতিদিন সন্ধেবেলা প্রদীপ জ্বালান

৪. সদর দরজার দু’পাশে প্রতিদিন কাচা দুধ এবং গঙ্গাজল ছিটিয়ে দিন।