সংক্ষিপ্ত
কাকের ডাকও অশুভ বলে মনে করা হয়। কাক বা কাকের ব্যবহার একজন মানুষের জীবনে কেমন প্রভাব ফেলে তার বিস্তারিত তথ্য পাওয়া যায় শকুন শাস্ত্রে।
হিন্দু শাস্ত্র মতে কাককে যমের দূত বলে মনে করা হয়। মনে করা হয় কাক অশুভ বার্তা বয়ে আনে। খারাপ কোনও ঘটনার খবর আগেভাগেই দিয়ে দেয় কাক। কাকের ডাকও অশুভ বলে মনে করা হয়। কাক বা কাকের ব্যবহার একজন মানুষের জীবনে কেমন প্রভাব ফেলে তার বিস্তারিত তথ্য পাওয়া যায় শকুন শাস্ত্রে।
একসঙ্গে অনেক কাক একজায়গায়-
এক জায়গায় অনেকগুলি কাক জড়ো হয়ে রয়েছে। এমনটা যদি দেখেন তাহলে বুঝে যাবেন আপনি খুব তাড়াতাড়ি বড় কোনও বিপদে পড়তে চলেছেন। বাড়ির ছাদে যদি অনেক কাক একসঙ্গে জড়ো হয় তাহলে বুঝে নিতে হবে সেই বাড়ির সদস্যদের ওপর বিপদের কালো মেঘ ঘনিয়ে আসতে চলেছে। এইজাতীয় ঘটনা ঘটলে বাড়ির মালিককে প্রথম থেকেই সাবধান হয়ে যেতে হয়। কারণ কাক বাড়ির মালিকের জন্য অশুভ বার্তা নিয়ে এসেছে বলেও মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে।
উত্তর দিকে কাক-
উত্তর বা পূর্ব দিকে কাক ডাকলে তা শুভবলে মনে করা হয়। দুপুর বেলা কাকের ডাক সুখী দাম্পত্যের ইঙ্গিত বয়ে আনে। তবে বাড়ির দক্ষিণ দিকে কাকের ডাক মোটেও শুভ নয়। মনে করা হয় দিক্ষণ দিকে কাক ডাকা মানে মৃত্যুর ইঙ্গিত দেওয়া। কারণ দক্ষিণ দিক যমের দিক বলে প্রতিপন্ন হয়।
কাকের জলপান-
কাক যদি কোনয়ও পাত্র থেকে জল পান করে তা শুভ। এটি বাড়িতে টাকা আসার ইঙ্গিত দেয়। আপনি চাইলে বাড়ির ছাদে একটি পাত্রে জল রেখে দিতে পারেন। তাহলে কিন্তু কাক সেই জল পান করবে। তাতে আপনার জীবনে সৌভাগ্য আসবে বলেও মনে করা হয়। অনেকেই রয়েছেন কাককে রুটি খেতে দেন। সেটিই যমকে তুষ্ট করার জন্য বলে বিশ্বাস করা হয় হিন্দুশাস্ত্রে।
কাকের মল ত্যাগ-
কাক যদি উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির মাথায় বা শরীরে মল ত্যাগ করে তা অশুভ বলে ধরে নেওয়া হয়। মনে করা হয় এই ব্যক্তি শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে পারে। বড় কোনও রোগ হতে পারে।
কাক মাথায় ঠোক্কর মারলে-
সকালে যদি কাক কারও মাথায় ঠোক্কর মারে তাহলে খুব তা খুব শুভ ইঙ্গিত বয়ে আনে। অর্থলাভের পাশাপাশি সম্মান পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সাবধান কাক যদি পা দিয়ে মাথা ছুঁইয়ে যায় তাহলে খুব খারাপ সময় আসছে ধরে নিতে হবে। রোগভোগের পাশাপাশি আর্থিক ক্ষতিও হতে পারে।