সংক্ষিপ্ত

আপনি জানেন কি টিকটিকির সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের শুভ আশুভ। জ্যোতিষ মতে যদি কোনও মানুষের দেহের এই অংশ পড়ে তাহলে টাকাপয়সা আর অর্থ লাভ হয়।

হিন্দুশাস্ত্র টিকটিকির গুরুত্ব রয়েছে। খনার বচনেও টিকিটিকির উল্লেখ রয়েছে।  টিকটিকি এমনই একটা প্রাণী যা দেখলে মানুষ সাধারণত ভয় পায় বা ঘেন্না করে। অথচ গ্রীষ্ণকাল থেকে শুরু করে বর্ষাকালে টিকটিকে উৎপাত বাড়ে। কিন্তু আপনি জানেন কি টিকটিকির সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের শুভ আশুভ। জ্যোতিষ মতে যদি কোনও মানুষের দেহের এই অংশ পড়ে তাহলে টাকাপয়সা আর অর্থ লাভ হয়।

টিকটিকির শুভলক্ষণঃ
কপাল
জ্যোতিষ অনুযায়ী কোনও মানুষের কপালে টিকটিকি পড়া শুভ বলে বিবেচিত হয়।  মনে করা হয় এই ঘটনা ঘটলে  সেই মানুষের হাতে হঠাৎ করে প্রচুর সম্পত্তি আসার সম্ভাবনা রয়েছে। 
ঘাড়
জ্যোতিষশাস্ত্র মতে ঘাড়ে টিকটিকি পড়লে সম্মান বৃদ্ধি পায়। 
ডানহাত
ডান হাতে যদি টিকটিকি পড়ে তাহলে শুভ লক্ষণ বলে ধরে নেওয়া হয়। মনে করা হয় হাতে আসবে প্রচুর টাকা। 
ডান কানে 
টিকটি যদি ডান কানে পড়ে তাহলে অনেক গয়না পাওয়ার সম্ভাবনা রয়েছে। 
বাম কান
বাম কানে টিকটিকি পড়লে আয়ু বৃদ্ধির পূর্বাভাস দেয়। 
নাক
বিশ্বাস করা হয় কোনও টিকটিকি যদি আপনার নাকের ওপর হঠাৎ করে পড়ে যায় ভয় পাবেন না। খুলে যাবে আপনার ভাগ্য। তেমনই বলছে জ্যোতিষমত। 

অশুভ লক্ষণঃ
জ্যোতিষমতে টিকটিক যদি ভ্রুর ওপর পড়ে তাহলে আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। 
বাম কাঁধ
বাম কাঁধে টিকটিকি পড়া খুব অশুভ বলে বিবেচিত হয়। শত্রুর সংখ্যা বাড়ে। 
বাম হাত
এই হাতে টিকটিকি পড়লে সম্পত্তির ক্ষতি হয়। 
বাম পা
বাম পায়ে টিকটিকি পড়লে হাত থেকে জলের মত টাকা বেরিয়ে যায়। ক্ষতি হয় ব্যবসারও।