সংক্ষিপ্ত

  • আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে
  • রত্ন ধারণে সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেকেরই রত্ন ধারণ সম্ভব হয় না
  • অর্থ সম্পর্কিত সমস্যা কাটিয়ে উঠতে মাটির পাত্রে পালন করুন এই নিয়মগুলি
  • সমস্ত আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সহজেই

জীবনে আসা জটিল সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে রত্ন ধারণে সমস্যা কাটিয়ে ওঠা গেলেও অনেকের পক্ষেই সব সময় রত্ন ধারণ সম্ভব হয় না। কারণ তার জন্য প্রয়োজন প্রচুর পরিমান অর্থের। যা সকলের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত কিছু ছাড়া এমন কিছু নিয়ম আছে যাতে সহজেই আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন।

দীর্ঘদিন ধরে আর্থিক মন্দার কারণে অশান্তি চলছে। অর্থ উপার্জন হলেও তা ধরে রাখা সম্ভব হচ্ছে না। এমন সমস্যায় রয়েছে অনেকেই। জ্যোতিষশাস্ত্রের কয়েকটি বিশেষ নিয়ম পালনের মাধ্যমে অর্থ সম্পর্কিত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু সাধারণ উপায় রয়েছে যেগুলি পালন করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমে, দূর হয় আর্থিক বাধা। জেনে নেওয়া যাক নিয়মগুলি।

পর পর চারটি মঙ্গলবারে এই নিয়ম পালন করতে হবে। 
এর জন্য প্রয়োজন মাটির একটি ছোট কলসি। 
মাটির ওই কলসিতে এক ঘটি মতো জল ঢালুন। 
তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। 
এবারে এই কলসিটি বাড়ির সদর দরজার সামনে একটি নিরাপদ জায়গায় রাখুন যাতে ভেঙে না যায়। 
সন্ধ্যেবেলা সূর্যাস্তের আগে কলসিতে রাখা জল বাড়ি থেকে দূরে কোনও একটি গাছের গোড়ায় ঢেলে দিন। 
খেয়াল রাখবেন, গাছের গোড়ায় জল ঢালার সময়ে যাতে তা কোনওভাবে পায়ে না লাগে। 
মাটির ওই কলসিটি কোনও দুঃস্থকে দান করে দিন। 
বাড়ি ফিরে পরিষ্কার জলে হাত-মুখ ধুয়ে ফেলুন। 
পর পর চারটি মঙ্গলবার এই নিয়ম পালন করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে ফিরবে আর্থিক ভাগ্য।