Asianet News BanglaAsianet News Bangla

মেয়েদের শরীরের এখানে তিল থাকা খুব শুভ, ঘাড়ে তিল ধৈর্যের কথা বলে

তিলে অবার রঙেরও ফারাক থাকে। তিন কিন্তু মানুষের জীবনে সৌভাগ্যের পাশাপাশি দুর্ভাগ্যেরও ইঙ্গিত দেয়। আজ মহিলার শরীরের তিল নিয়ে আলোচনা করি। জেনেনিন মহিলার কোথায় কোথায় তিল থাকলে তা সৌভাগ্য ডেকে আনে। 

according to Samudrik Shastra very good for women to have moles in these body parts bsm
Author
Kolkata, First Published Jun 20, 2022, 8:01 PM IST

বেশিরভাগ মানুষের শরীরে তিল থাকে। কিছু থাকে জন্মগত। কিছু অবার পরবর্তীকালে তৈরি হয়। এমন অনেক তিল রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়।  তিলে অবার রঙেরও ফারাক থাকে। তিন কিন্তু মানুষের জীবনে সৌভাগ্যের পাশাপাশি দুর্ভাগ্যেরও ইঙ্গিত দেয়। আজ মহিলার শরীরের তিল নিয়ে আলোচনা করি। জেনেনিন মহিলার কোথায় কোথায় তিল থাকলে তা সৌভাগ্য ডেকে আনে। 

১. মহিলাদের কপালে তিল থাকলে তা শুভ বলে বিবেচিত হয়। কপালে তিল মহিলদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মহিলাদের জীবনে সাফল্য ডেকে আনে। 

২. যেসব মহিলার ঘাড়ে তিল থাকে তারা খুবই সহনশীল হয়। এই মহিলারা স্বপ্নকে বাস্তব করতে কঠোর পরিশ্রম করেন। 

৩. যেসব মহিলার কোমরে তিল থাকে তারা ভাগ্যবান হয়। তাদের হাতে প্রচুর টাকা পয়সা থাকে। খাবারের কোনও অভাব হয় না এই মহিলাদের। 

৪. মহিলাদের দুই ভ্রুর মাঝখানে তিল থাকা শুভ লক্ষণ। এদের হাতে প্রচুর ধনসম্পদ থাকে। 

৫. মহিলাদের চিবুকে তিল থাকলে তারা গোটা জীবনই সুখে কাটাতে পারে। এদেন অভাব থাকে না। 

৬. মেয়েদের কাঁধে তিল থাকলে তারা খুব আরামপ্রিয় হয়। এরা সমাজসেবী হয়। প্রচুর পরিশ্রম করতে পারে। 

৭. ডান পায়ে তিল থাকলে মহিলারা বুদ্ধিমান হয়। তারা জীবনে সুশিক্ষা গ্রহণ করতে সাফল্য পায়। 
 ৮. মহিলাদের কানে তিল থাকলে তারা খুব ভাগ্যবান হয়। নমহিলাদের বুদ্ধিমান ও সুদ্ধান্ত নেওয়ার পটু হয়। 

৯. মহিলাদের ঠোঁটে তিল থাকালে স্বামীর প্রিয় হয়। প্রেমে সাফল্য পায় এরা। আর এদের স্বামী বা প্রেমিক সর্বদা এদের কথা শুনে চলে। 

১০. মহিলাদের পেটে থাকলে তারা খুবই খাদ্য রশিক হয়। এরা রান্নার কাজেও পটু হয়। এরা যেমন খেতে ভালবাসে তেমনই খাওয়াতে পছন্দ করে। 

Follow Us:
Download App:
  • android
  • ios