সংক্ষিপ্ত
মহাসঙ্কট পরিস্থিতিতে টাকা-পয়সার সমস্যায় সকলেই কম-বেশি নাজেহাল। কারোর কাজের সমস্যা তো কারোর টাকা পয়সার সমস্যা। অর্থসংকটে টাকার ক্রাইসিসে সকলেই ভুগছেন। তবে জানেন কি শাস্ত্রমতে, প্রচলিত কিছু ধারণা বলছে হাতে টাকা আসার আগে কয়েকটা লক্ষণ দেখা যায়, যা বয়ে নিয়ে আসে সুসংবাদ।
মহাসঙ্কট পরিস্থিতিতে টাকা-পয়সার সমস্যায় সকলেই কম-বেশি নাজেহাল। কারোর কাজের সমস্যা তো কারোর টাকা পয়সার সমস্যা। অর্থসংকটে টাকার ক্রাইসিসে সকলেই ভুগছেন। কিন্তু অনেকেই ঘুমোতে গেলেই নানারকমের স্বপ্ন দেখা যেন বাধত্যমূলক। তার মধ্যে কিছু স্বপ্ন যেমন আমাদের মনে থেকে যায় তেমনি আবার কিছু স্বপ্ন ভুলে যাই অল্প সময়ের মধ্যেই। অনেকে স্বপ্নে টাকাও দেখেনে। তবে জানেন কি শাস্ত্রমতে, প্রচলিত কিছু ধারণা বলছে হাতে টাকা আসার আগে কয়েকটা লক্ষণ দেখা যায়, যা বয়ে নিয়ে আসে সুসংবাদ।
শাস্ত্রমতে, আপনি যদি হঠাৎ করে আপনার বাড়িতে টিয়া পাখি এসেছে দেখেন তখনই বুঝবেন আপনার অর্থলাভ হতে চলেছে । কারণ টিয়া পাখিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়।
টাকা আসার আগে মানুষ নানা ধরনের অনেককিছুই দেখে থাকেন। শাস্ত্র বলছে, শরীরের যে কোনও অংশে মাঝেমধ্যে কাঁপতে শুরু করে। বিশেষ করে ভ্রু বা হাতের মাঝখানে কম্পন অনুভব করলে বুঝবেন, আপনার শীঘ্রই অর্থলাভ হবে।
যদি বাড়ির আনাচে-কানাচে কালো পিঁপড়ে মুখে চাল নিয়ে ছোটাছুটি করছে দেখতে পান তাহলেই বুঝবেন,আপনার লক্ষ্মীলাভ হবে খুব শীঘ্রই।
শাস্ত্র বলছে অনেক সময় পথচলতি গরু আপনার বাড়ির দুয়ারের সামনে এসে ডাকতে শুরু করে। তখন তাকে শুধু মুখে ফেরাবেন না। বাড়ির সামনে গরু আসা মানে আপনার জীবনে নিশ্চয় ভাল কিছু ঘটতে চলেছে।
আচমকা যদি আপনার মাথায় টিকটিকি আছড়ে পড়ে তাহলে শাস্ত্রমতে, বিরাট সম্পত্তির মালিক হতে পারেন আপনি। মানুষের মাথায় টিকটিকি আছড়ে পড়ার ঘটনা বিরল। তবে যাদের মাথায় টিকটিকি আছড়ে পড়েছে তাদের সম্পত্তি লাভ হয়েছে নিশ্চিতভাবে, তেমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।