সংক্ষিপ্ত
শাস্ত্র মতে, আমাদের নিজেদের দোষেই তৈরি হয় নেগেটিভ এনার্জি (Negative Energy)। যা সকল উন্নতিতে বাধা দেয়। তবে, এই বাস্তু দোষ তৈরি হলে, তা নির্মূল করার উপায় আছে শাস্ত্রে। বাস্তু শাস্ত্রে, ছোট ছোট কিছু জিনিসের উল্লেখ আছে। যা মেনে চলতে পারলে সকল বাস্তু দোষ কেটে যাবে।
দিনে দিনে বাস্তু শাস্ত্রের (Vastu Shastra) প্রতি ভরসা বাড়ছে মানুষের। বাস্তু শাস্ত্রের ধারণা একটা সময় মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, এখন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এই ধারণা প্রসার লাভ করেছে। অধিকাংশই এখন বাস্তু মেনে ঘর সাজাচ্ছেন (Home Decoration) কিংবা বাড়ি তৈরির আগে মেনে চলছেন বাস্তু মত। বাস্তু শাস্ত্রে, যেমন উল্লেখ আছে বাস্তু দোষের তেমনই উল্লেখ আছে প্রতিকারের। শাস্ত্র মতে, আমাদের নিজেদের দোষেই তৈরি হয় নেগেটিভ এনার্জি (Negative Energy)। যা সকল উন্নতিতে বাধা দেয়। তবে, এই বাস্তু দোষ তৈরি হলে, তা নির্মূল করার উপায় আছে শাস্ত্রে। বাস্তু শাস্ত্রে, ছোট ছোট কিছু জিনিসের উল্লেখ আছে। যা মেনে চলতে পারলে সকল বাস্তু দোষ কেটে যাবে।
বাস্তু শাস্ত্র মতে, লাল (Red) রঙের গুরুত্ব বিস্তর। লাল রং ঘরের নির্দিষ্ট কোণায় রাখার নির্দেশ আছে শাস্ত্রে। বাস্তু মতে, দক্ষিণ পশ্চিমে (South West) রাখুন লাল দ্রব্য। বাস্তু শাস্ত্রে, লাল রং সংসারের জন্য শুভ। সংসারের সকল বাধা বিপত্তি দূর করতে পারে এই শুভ রং। এমনকী, সংসারের সকল সদস্যের উন্নতি ঘটবে এই শুভ রঙের দৌলতে। শাস্ত্র মতে বাড়ির দক্ষিণ পশ্চিমে রাখুন লাল দ্রব্য। লাল রঙের টব, লাল রঙের বালতি, লাল রঙের কার্পেট রাখতে পারেন। এই দিকটি বাড়ির খুবই গুরুত্বপূর্ণ দিক। বাস্তু মতে, সঠিক দিকে সঠিক রঙের জিনিস রাখলে উন্নতি ঘটবে সংসারে।
শাস্ত্র অনুসারে, লাল রং অগ্নি উপাদানের সঙ্গে সম্পর্কীত। তাই বাড়ির অগ্নিকোণেরও রাখতে পারেন লাল রঙের দ্রব্য। লাল রঙের পাথর রাখলে উপকার পাবেন। বলা হয়, রান্না ঘরের দেওয়ালে লাল রং করাতে পারেন। তবে, সব দেওয়ালে নয়। রান্না ঘরের দক্ষিণ (South) দেওয়ালে লাল রং করালে সকলের স্বাস্থ্য ভালো থাকবে। রান্না ঘরের বাস্তুর ওপর নির্ভর করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য। তাই রান্না ঘর বাস্তু দোষ মুক্ত থাকলে সকলের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।
চাকরির (Job) বাধা দূর করতে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটাতে, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে, ব্যবসায় উন্নতি ঘটাতে কিংবা বাচ্চার পড়াশোনায় উন্নতি ঘটাতে মেনে চলতে পারেন বাস্তু মত। বাস্তু শাস্ত্রে সকল সমস্যার প্রতিকার বর্ণিত আছে। রয়েছে সহজ সহজ টোটকা (Tips)। সেই সকল টোটকা মেনে উন্নতি ঘটাতে পারেন সংসারে।