সংক্ষিপ্ত
গতকাল থেকেই পড়ে গিয়েছে চৈত্র অমাবস্যা। যা থাকবে আজ অর্থাৎ ১ লা এপ্রিল পর্যন্ত। এবারের এই চৈত্র অমাবস্যায় একাধিক বিরল যোগ রয়েছে। যা আপনার মনের সুপ্ত কামনাকে পূরণ করতে পারে। এই চৈত্র অমাবস্যার বিশেষ দিনে একাধিক উপায়ের কথা বলেছেন জ্যোতিষবিদরা যা নিষ্ঠাভরে পালন করলে আপনার মনবাঞ্ছা পূরণ হবে। মূলত ১ লা এপ্রিলতে চৈত্র অমাবস্যা হিসেবে ধরা হয়। ক্যালেন্ডার মতে, ৩১ মার্চ ১২ টা ২২ মিনিট পড়েছে এই তিথি। যা চলবে ১ লা এপ্রিল সকাল ১১ টা ৫৩ মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যেই রয়েছে একাধিক বিরল যোগ। যা মনের বিভিন্ন বাসনা পূরণে সাহায্য় করতে পারে।
গতকাল থেকেই পড়ে গিয়েছে চৈত্র অমাবস্যা। যা থাকবে আজ অর্থাৎ ১ লা এপ্রিল পর্যন্ত। এবারের এই চৈত্র অমাবস্যায় একাধিক বিরল যোগ রয়েছে। যা আপনার মনের সুপ্ত কামনাকে পূরণ করতে পারে। এই চৈত্র অমাবস্যার বিশেষ দিনে একাধিক উপায়ের কথা বলেছেন জ্যোতিষবিদরা যা নিষ্ঠাভরে পালন করলে আপনার মনবাঞ্ছা পূরণ হবে। মূলত ১ লা এপ্রিলতে চৈত্র অমাবস্যা হিসেবে ধরা হয়। ক্যালেন্ডার মতে, ৩১ মার্চ ১২ টা ২২ মিনিট পড়েছে এই তিথি। যা চলবে ১ লা এপ্রিল সকাল ১১ টা ৫৩ মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যেই রয়েছে একাধিক বিরল যোগ। যা মনের বিভিন্ন বাসনা পূরণে সাহায্য় করতে পারে।
চৈত্র অমাবস্যার একাধিক বিরল যোগের মধ্যে ব্রহ্ম যোগের পর তৈরি হচ্ছে ইন্দ্র যোগ। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ দেখা যাচ্ছে এই অমাবস্যায়। এছাড়াও এই অমাবস্যায় রয়েছে অমৃত সিদ্ধির যোগ। এদিন নিষ্ঠাভরে এই কাজ করলেই বিভিন্ন মনোবাঞ্ছা পূরণ হবে। ব্রহ্ম যোগের সময় - ১ লা এপ্রিল সকাল ৯ টা ৩৭ মিনিট পর্যন্ত। তারপর থেকেই শুরু হবে ইন্দ্র যোগ। সর্বার্থ সিদ্ধি যোগের সময় - সর্বার্থ সিদ্ধি যোগ ২ রা এপ্রিল বেলা ১০ টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ১০ মিনিট। অমৃত সিদ্ধি যোগের সময় - অমৃত সিদ্ধি যোগ ২ রা এপ্রিল থেকে শুরু হবে।
চৈত্র অমাবস্যার দিন যেহেতু একাধিক বিরল যোগ রয়েছে সেই কারণে এই দিন বিভিন্ন সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে গণেশের পুজো করলে ভাল ফল পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলেছেন, এদিন দুর্বা দিয়ে গণেশের পুজো করলে দারুণ ফল পাওয়া যাবে। এই অমাবস্যার দিন পিতৃদেব বা পূর্ব পুরুষকে তুষ্ঠ করতে পারলে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। চৈত্র অমাবস্যার দিন যদি পূর্ব পুরুষকে জল অর্পণ করা যায়, তাহলে মনের বাসনা পূরণ হয় এবং যাদের সন্তান লাভের ইচ্ছা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি অবশ্যই করতে বলেছেন। পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য এদিন পিন্ডদান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এদিন ব্রাহ্মণদের দান কিংবা ভোজন করানোও খুব ভাল। আর্থিক উন্নতির জন্য চৈত্র অমাবস্যার দিন ভাল যোগ রয়েছে। অমাবস্যা তিথিতে আর্থিক উন্নতি করার বিভিন্ন উপায় রয়েছে। এই দিনে ঈশান কোণে ঘিয়ের প্রদীপ দিয়ে একটি লাল কাপড়ের উপর প্রদীপটি বসিয়ে রাখুন। এর ফলে আর্থিক সম্ভাবনার যোগ রয়েছে। এছাড়াও অমাবস্যার দিন মাছকে খাবার দিলে ভাল ফল মেলে। নিজেদের মনের ইচ্ছা পূরণ করতে গরুকে কিছু দান করলেও শুভ বলে মনে করা হয়।