সংক্ষিপ্ত
বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।
কর্কট রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সব সময় ছিমছাম ও বেহিসেবি হয়ে থাকে। চাকরির চেয়ে ব্যবসাতেই জাতক বেশি উন্নতি করে। সাদা ও তরল দ্রব্যের, জলজ দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসা করলে খুব লাভবান হতে পারে। এই জাতকরা সচরাচর কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক ধরনের হয়ে থাকে। বিশেষ করে দোষের মধ্যে ও চঞ্চল প্রকৃতির হয়। এদের মধ্যে হৃদরোগ, পেটের রোগ, মাথার রোগ, যক্ষ্মা, হাঁপানি হওয়ার প্রবণতা থাকে। সুখবিলাসি অথচ আদর্শবাদী। দিনের চেয়ে রাত বেশি প্রিয়। এরা একটু খুঁতখুঁতে চঞ্চল ও ভীতু, সব বিষয়ে হুড়োহুড়ি করা এদের স্বভাবে। ভ্রমণ বিলাসী ও বাবা মায়ের ভক্ত হয়। স্বাস্থ্য খুব একটা মজবুত হয় না। ঠান্ডা জিনিস এদের প্রিয়। এদের বায়ুর প্রকোপ খুব বেশি। এদের ব্যবসা বুদ্ধি জন্মগত। আত্মকেন্দ্রিক অথচ স্পর্শকাতর। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে
আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি
আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর
অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে কর্কট রাশির ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। এই মাসে কর্কট রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে।