সংক্ষিপ্ত
চিনা বাস্তুশাস্ত্র বা ফেংশুইতে উইন্ডচাইমকে ইতিবাচক শক্তি বাড়িতে নিয়ে আসে। আস সেই কারণে এটি ঘরে রাখা অত্যান্ত শুভ বলে মনে করা হয়ে। উইন্ড চাইম একদিকে যেখন শুভ অন্যদিকে এটি গৃহসজ্জার গুরুত্বপূর্ণও বটে।
সমস্যায় দিন কাটছে। স্বস্তি নেই মনে। ভাবছেন কী করবেন? তাই তো- সহজে মুশকিল আসানের পথ বলে দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। সামনেই পয়লা বৈশাক। আর ওই দিন বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে বা ঘরে শুভ শক্তির প্রভাব বাড়তে ঘরে আনতেই পারেন ইউন্ডচাইম। নববর্ষ একটি শুভ দিন। তাই শুভ দিনে উইন্ড চাইমের মত শুভ জিনিস ঘরে আনতেই পারেন। এটি ঘরে আনলে অর্থ আসবে, পাশাপাশি ঘরে আশবে শান্তি। কিন্তু উইন্ডচাইম রাখার নিয়ম জানতে হবে আপনাকে। নাহলেই সমস্যা তৈরি হতে পারে।
চিনা বাস্তুশাস্ত্র বা ফেংশুইতে উইন্ডচাইমকে ইতিবাচক শক্তি বাড়িতে নিয়ে আসে। আস সেই কারণে এটি ঘরে রাখা অত্যান্ত শুভ বলে মনে করা হয়ে। উইন্ড চাইম একদিকে যেখন শুভ অন্যদিকে এটি গৃহসজ্জার গুরুত্বপূর্ণও বটে। ধাতু থেকে কাঠ বাজারে অনেক রকমের উইন্ড চাইম পাওয়া য়ায়। কিন্তু প্রত্যেকটির রাখার একটি নিয়ম রয়েছে।
কাঠের উইন্ড চাইম-
ধাতুর তৈরি উইন্ড চাইম বাড়ির পশ্চিম , উত্তর দিকে রাখতে শুভফল পাওয়া যায়। এতে অর্থাগমন হয়। অন্যদিকে বাড়িতে যদি কোনও শিশু থাকে তাহলে তার ভাগ্য ভালো থাকে। ধাতুর উইন্ড চাইম চাকরির বার্তা নিয়ে আসে।
সেরামিকের উইন্ড চাইম-
বাড়ির দক্ষিণ, পশ্চিমে রাখা উচিৎ। সেরামিকের উইন্ড চাইম ভুলেও দক্ষিণ দিকে রাখবেন না।
মূর্তি উইন্ড চাইম-
বাড়ি বা দোকানে প্রবেশের ফলে উইন্ড চাইম রাখতে পারেন। এই উইন্ড চাইমে মূর্তি বা কোনও চিনা ভাষা খোদাই করা থাকে। এই উইন্ড চাইম মূলত ব্যবসায়ে শ্রীবৃদ্ধি ঘটায়।
উইন্ড চাইম অশুভ
মনে রাখবেন উইন্ড চাইম ভুলেও ঘরের মধ্যে রাখবেন না। তাহলে হিতে বিপরীত হয়ে পারে। একমাত্র বাড়ির মধ্যে যদি উঠান থাকে তাহলে রাখতে পারে। উইন্ড চাইম কখনও স্টোররুমে রাখবে না। এমন জায়গায় উইন্ড চাইম রাখবেন যাখানে হাওয়া দেয়। চিনা বাস্তুশাস্ত্র মতে হাওয়ায় উইন্ড চাইম টুং টাং শব্দ হয়। সেই শব্দই ঘরের অশুভ শক্তি দূর করে। ঘরে নিয়ে আসে শান্তি। যেসব উইন্ড চাইমের ৬-৮টি রড থাকে সেগুলি বাড়ির পক্ষে শুভ বলে বিবেচনা করা হয়।