সংক্ষিপ্ত
ধনতেরাসের বিশেষ তিথিতে মা লক্ষ্মী, কুবের দেবতা ও ধন্বত্বরী দেবীর পুজো করেন অনেকে। এই শুভ তিথিতে এই পাঁচটি কাজ করুন। মিলবে উপকার। ঘটবে আর্থিক বৃদ্ধি। জেনে নিন কী কী করবেন এই দিন। শাস্ত্র মতে, এই কয়টি কাজ করলে মা লক্ষ্মী, ধনদেবতা কুবের ও ধন্বন্তরী দেবী তুষ্ট হবেন।
তিথি অনুসারে, ধনতেরাস পড়েছে ২৩ অক্টোবর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর। আর তিথি শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিটে। ধন্বন্তরী দেবের পুজো করার শুভ সময় রবিবার ২৩ অক্টোবর ৫.৪৪ থেকে ৬.০৫ পর্যন্ত। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী, কুবের দেবতা ও ধন্বত্বরী দেবীর পুজো করেন অনেকে। এই শুভ তিথিতে এই পাঁচটি কাজ করুন। মিলবে উপকার। ঘটবে আর্থিক বৃদ্ধি। জেনে নিন কী কী করবেন এই দিন। শাস্ত্র মতে, এই কয়টি কাজ করলে মা লক্ষ্মী, ধনদেবতা কুবের ও ধন্বন্তরী দেবী তুষ্ট হবেন।
এই দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এটি শুভ বলে গণ্য হয়। ধনতেরাসের দিন সতমুখী রুদ্রাক্ষ ধারণে মিলবে উপকার। আর এই দিন ১০৮ বার মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ধনতেরাসের দিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুভ বলে গণ্য করা হয়।
এই দিন মা লক্ষ্মীর পুজো করে থাকেন সকলে। এই দিন দেবীর সামনে লাল চেলি রাখুন। এটি শুভ বলে গণ্য করা হয়। এতে ভাগ্যন্নতি হয়। লাল চেরি রাখলে দেবী তুষ্ট হবেন। এতে মায়ের কৃপা মিলবে। ঘটবে আর্থিক উন্নতি। এই দিন মা লক্ষ্মীর সঙ্গে পুজিত হন ভগবান কুবের। শাস্ত্র মতে, মা লক্ষ্মী ধন সম্পদ প্রদান করেন আর কুবের দেবতা রক্ষা করেন সেই সম্পত্তি। সে কারণে মা লক্ষ্মীর পুজোর পর কুবের দেবতার পুজো হয়ে থাকে।
ধনতেরাসের দিন সন্ধ্যায় ১৩টি প্রদীপ জ্বালান। সারা বাড়িতে এই দিন প্রদীপ দিয়ে সাজিয়ে ফেলুন। এতে মায়ের আগমন ঘটবে। প্রদীপ জ্বালালে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে, এমন ধারণা প্রচলিত। মেনে চলুন এই বিশেষ টিপস।
তেমনই এই দিন বাড়িতে রুপোর লক্ষ্মী স্থাপন করতে পারেন। এতে দেবী তুষ্ট হবেন। মিলবে মা লক্ষ্মীর কৃপা। ঘটবে আর্থিক উন্নতি। ধনতেরাসের দিন পালন করুন এই পাঁচটি টোটকা, দ্রুত মিলবে উপকার।
তেমনই মা লক্ষ্মীকে তুষ্ট করতে এই দিন ঝাঁটা কিনুন। ঝাঁটা কেনা শুভ মনে করা হয়। এতে তুষ্ট হন দেবী লক্ষ্মী। পরিবারের সকল দারিদ্রতা দূর করতে ও ঘর থেকে সকল নেতিবাচক শক্তি দূর করতে ঝাঁটা কিনতে পারেন। এতে ঘটবে আর্থিক উন্নতি। অবশ্যই মেনে চলুন এই টোটকা। এতে ঘটবে আর্থিক বৃদ্ধি ঘটবে।
আরও পড়ুন- দীপাবলির পরে এই রাশির জাতক জাতিকারা লটারি পেতে পারেন, মিলতে পারে সাফল্য ও অগ্রগতি
আরও পড়ুন- দীপাবলির দিন মা লক্ষ্মীর আরাধনার রীতি প্রচলিত, পুজো করতে অনুসরণ করুন এই সকল পদ্ধতি