সংক্ষিপ্ত

আমাদের শরীরে অনেক সময়ই কোনও না কোনও স্থানে মৃদু কম্পন অনুভূত হয়। পেশির এই কম্পনের ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এই কম্পনও জ্যোতিষশাস্ত্র মতে শুভ আর অশুভর ইঙ্গিত দেয়। আথবা আগামী দিন কেমন হবে তারও ইঙ্গিত দেয়।

আমাদের শরীরে অনেক সময়ই কোনও না কোনও স্থানে মৃদু কম্পন অনুভূত হয়। পেশির এই কম্পনের ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এই কম্পনও জ্যোতিষশাস্ত্র মতে শুভ আর অশুভর ইঙ্গিত দেয়। আথবা আগামী দিন কেমন হবে তারও ইঙ্গিত দেয়। 

 চোখের পাতার কম্পনঃ অনেক সময়ই চোখের পাতায় কম্পন হয়। অনেকেই এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু সব কম্পন যে অশুভ এমনটা নয়। 


বাঁ চোখের পাতার কম্পনঃ
পুরুষের ক্ষেত্রে ভাল নয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে শুভ ইঙ্গিত বয়ে আনে। পুরুষদের ক্ষেত্রে খাপার খবর আসতে পারে। পরিবারের কারও মৃত্যু হতে পারে। আবার চাকরি হারানোর সংকেত হিসেবেও ধরা হয়। অন্যদিকে মহিলাদের জন্য বাঁ চোখের পাতার কম্পন শুভ বলে মনে করা হয়। 

ডান চোখের পাতার কম্পনঃ 
ডান চোখের পাতার কম্পন পুরুষদের জন্য শুভ বলে মনে করা হয়। কিন্তু মহিলাদের জন্য অশুভ। ডান চোখের পাতার কম্পন পুরুষদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। ভালো চাকরি বা অর্থ লাভের সম্ভবনা বাড়িয়ে দেয়। 


তবে দুই চোখের পাতা যদি অনেক দিন ধরে কাঁপে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এটি চোখ খারাপের ইঙ্গিত বহন করে। 

তেমনই ঠোঁট কাঁপলে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। 
আর গালের কম্পন অর্থ লাভের ইঙ্গিত দেয়।