সংক্ষিপ্ত

  • নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায়
  • চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ
  • বই পড়তে খুবই ভালোবাসেন, এদের প্রিয় বন্ধু হল বই
  • এরা সব সময় হাসি-খুশি থাকতেই বেশি পছন্দ করেন

জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি অঙ্কের মতো একটি ছকের মাধ্যমে কষে নির্ণয় করেন জ্যোতিষ গবেষকরা। তাই সব ক্ষেত্রেই যে নির্ভুল ভাবে তার মিল হবে এমনটা নয়। তবে অবশ্যই সংক্ষেপে চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে ধারনা করে নেওয়া যায়।

আজ জানবো, যদি নামের প্রথম অক্ষর 'ই' হয়, তাহলে জেনে সেই ব্যক্তি সম্বন্ধে কিছু তথ্য-

যাদের নামের প্রথম অক্ষর 'ইউ' তাঁদের জীবনে যে কোনও হালকা রং এর প্রভাব শুভ। 
এই জাতক-জাতিকারা সাধারণত বুদ্ধিজীবি জগতের অন্তর্গত হয়ে থাকেন।

আরও পড়ুন- নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে
এই ব্যক্তিরা বই পড়তে খুবই ভালোবাসেন, এদের প্রিয় বন্ধু হল বই।
এরা যেমন ভালো শ্রোতা, একইসঙ্গে এরা খুব ভালো বক্তাও
যে কোনও বিতর্কমূলক আলোচনায় অংশগ্রহণ করতে এরা খুব ভালোবাসেন
এই জাতক-জাতিকারা অতিরিক্ত কথা বলার জন্য প্রচুর সমস্যার সম্মুখীণও হন
এরা সব সময় হাসি-খুশি থাকতেই বেশি পছন্দ করেন
যে কোনও পরিস্থিতির সঙ্গে এরা মানিয়ে নিয়ে কাজে সাফল্য লাভ করে থাকেন।