সংক্ষিপ্ত
- সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ
- যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়
- মানসিক শক্তি, পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধিরও দেবতা এই গনপতি
- এই নিয়ম মেনে সংসার ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে
কৃষ্ণপক্ষের গণেশ চতুর্থী রবিবার, পালিত হবে ১০ মে। এই দিনে ভগবান গণেশের ২১ টি দূর্বা দিলে পূরণ হয় মনের সকল আশা। সেই সঙ্গে পাঠ করুন গণেশের প্রণাম মন্ত্র। রবিবার, চতুর্থী এই দিন গণেশ-এর পাশাপাশি সূর্যদেবেরও পুজো করা উচিত। কারণ গণেশ চতুর্থী তিথির অধিপতি এবং রবিবারের কার্যকারক গ্রহ সূর্য। কীভাবে গণেশের সহজ উপাসনা করবেন তা জেনে নিন।
আরও পড়ুন- মে মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন
রবিবার ও চতুর্থীর যোগে গণেশের ধ্যান করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এই জন্য, একটি তামার পাত্র নিয়ে তাতে লাল ফুল ও গঙ্গাজল অথবা পরিষ্কার জল রাখুন। সূর্য মন্ত্র প্রণাম মন্ত্রটি ১০৮ বার জপ করুন। পুজোর জন্য উপকরণ হিসেবে রাখুন- পানপাতা, সুপুরি, ধূপ-ধুনো, ঠাকুরের জন্য নতুন পোষাক, ফুল, দূর্বা, মোদক, নারকেল, চন্দন কাঠ।
আরও পড়ুন- মিথুন রাশির সামাজিক জনপ্রিয়তা বাড়তে পারে, দেখে নিন আপনার রাশিফল
গণেশ মূর্তি অথবা প্রতিকৃতিতেও পুজো সারতে পারেন।
পুজোর আগে সেই জায়গা পরিষ্কার করে নিয়ে, শুদ্ধ কাপড়ে মূর্তি স্থাপন করে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যে কোনও পঞ্জিকায় এই মন্ত্র রয়েছে।
ধূপ জ্বালিয়ে আরতি করে গণেশ বন্দনা করুন। মূর্তিতে লাল চন্দনের টিকা দিয়ে, নারকেল ভেঙ্গে বাড়ির অশুভ শক্তি দূর করুন।
ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিনে অন্তত তিনবার আরতি করতে হবে।
এর সঙ্গে সাধ্য মতন মোদক, লাড্ডু, ভোগ সাজিয়ে দিয়ে সেরে ফেলুন গণেশ পুজো বাড়িতে। আর সংসার ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে।