সংক্ষিপ্ত
ভাইফোঁটা, ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ উৎসব, যা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয়। জেনে নিন এই দিনটির পিছনে আছে কোন পৌরাণিক কাহিনী।
ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ উৎসব হল ভাইফোঁটা। প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় এই উৎসব। সারা দেশ জুড়ে পালিত হয় এই দিনটি। কোথাও ভাই দুজ, ভাই টিকা, যম দ্বিতীয়া এবং ভাই দ্বিতীয়া নামে পরিচিত দিনটি। ভাইফোঁটার মন্ত্রে যমুনা ও যমের কথা উল্লেখ করা হয়, জানেন কি ভাইফোঁটার সঙ্গে যমরাজের কী সম্পর্ক?
পৌরাণিক কাহিনি অনুসারে, যমরাজের বোন হল যমুনা। তিনি তাঁকে বার বার তাঁর বাড়িতে ভোজের জন্য ডাকতেন। কিন্তু, যমরাজ তাঁর কাজে ব্যস্ত থাকার কারণে যেতে পারবেন তা। ভাইফোঁটার দিন যমরাজ তাঁর বোনের বাড়ি যান। যমুনা পরম মমতায় তাঁর পছন্দের খাবার তৈরি করে যমরাজকে খাওযান। এতে যমরাজ তাঁকে বর দিয়েছিলেন যে এই দিনে যে সকল ভাইয়েরা বোনের বাড়িতে খেতে যাবেন তাদের জীবনের সকল দুঃখ দূর হবে। তেমনই এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তার কপালে ফোঁটা দেওয়া হয়। আরতি করে দুর্বা দেওয়া হয়।
ভাইবোনের সম্পর্কের এক বিশেষ দিন হল এই ভাইফোঁটা। সব ভাই-বোনেরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন। এই বিশেষ দিনে ভাইয়ের পছন্দের মিষ্টি ও খাবার সাজিয়ে তাকে খেতে দেন বোনেরা। ভাইয়ের মঙ্গল কামনায় তাঁর জন্য ব্রত পালন করেন। উপবাস করে টিকা বা তিলক কেটে মিষ্টি খাওয়ান বোনেরা। এই দিনটি সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি ঘিরে আছে এক বিশেষ ঐতিহাসিক কাহিনি। যা যমুনা ও যমের সম্পর্কের কথা বলে থাকে।