রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশি ছেলেরা সঙ্গীকে একেবারে স্পেশ দেন না। তার সব ব্যাপারে নাক গলান এরা। সব ব্যপারে মন্তব্য করেন। কী করলে, কোথায় গেল, কার সঙ্গে গেলে, কেন এমন পোশাক পরলে, কার সঙ্গে বন্ধুত্ব করছ ইত্যাদি হাজার প্রশ্ন লেগে থাকে এদের মুখে। কেউ কেউ তো আবার সঙ্গীকে সন্দেহও করে থাকেন। দেখে নিন আপনার প্রেমিক এই তালিকায় আছে কি না।