ফাল্গুন বাংলার একাদশতম মাস এই মাস বসন্তের আগমনী বার্তা দেয় রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক ফাল্গুন মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে
ফাল্গুন বাংলার একাদশতম মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়। এই মাসেই শীতের বিদায় আর আগমন হয় বসন্তের। এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। পাশাপাশি রাশিচক্রের অষ্টমরাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক ফাগ্লুন মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
আরও পড়ুন- মঙ্গলবারে ৫ রাশি চাকরি ও ব্যবসায় সুবিধা পেতে পারে, দেখে নিন আপনার রাশিফল
এই মাসে বৃশ্চিক রাশির বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন।
আরও পড়ুন- কতটা ঘুম প্রিয় আপনি, জেনে নিন রাশি অনুযায়ী
অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য় ঋণ গ্রহন করতে হতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
