সংক্ষিপ্ত
- নতুন বছরে অর্থভাগ্য পরিবর্তন হওয়ার যোগ রয়েছে
- সঠিক ভাবে সেই নিয়মগুলি পালন করলে কাটিয়ে ওঠা যায় এই সমস্যা
- জেনে নিন সহজ এই নিয়মগুলি
- সহজেই কাটিয়ে উঠুন এই অর্থ সমস্যা
জ্যোতিষশাস্ত্র এমন একটি বিজ্ঞান যা বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা ও ভাগ্য নিরূপণ করে। যারা ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। জ্যোতিষ একটি সংস্কৃত শব্দ। এই শব্দের একটি অর্থ হল “জ্যোতির্বিষয়ক” এবং এই শব্দের একটি অর্থ হল “জ্যোতিষশাস্ত্রবিৎ” এবং অন্য অর্থ “জ্যোতির্ব্বিৎ”। প্রাচীণকাল থেকেই বেদের লিপিবদ্ধকরণের সময় যজ্ঞানুষ্ঠানের দিন, ক্ষণ ও মূহুর্তাদি নির্ণয়েও জ্যোতিষের বহুল ব্যবহার ছিল।
আরও পড়ুন- বাংলার নববর্ষে কোন রত্ন হবে আপনার জন্য শুভ, জেনে নিন রাশি অনুযায়ী
তবে অনেকেই আছেন যারা এই শ্রাস্ত্রকে বিশ্বাস করেন না। তবে বিশ্বাস অবিশ্বাসের কথার উপরে জ্যোতিষশাস্ত্রের মতে এমন কয়েকটি রাশি রয়েছে যাদের অর্থভাগ্য আগামী বছরে পরিবর্তন হওয়ার যোগ রয়েছে তবে তা স্পষ্ট নয়। কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। যদি সঠিক ভাবে সেই নিয়মগুলি পালন করা যায়, তবে সহজেই আপনি কাটিয়ে উঠতে পারবেন আর্থিক সমস্যা। তবে জেনে নেওয়া যাক নিয়মগুলি।
আরও পড়ুন- বাংলার নববর্ষ ১৪২৮, নতুন বছরে কোন রাশিগুলির সম্পর্ক পরিণতি পাবে দেখে নিন সেই তালিকা
১) আপনার বাড়ির যে স্থান সোনা বা টাকা রাখা থাকে সেখানে প্রতিটি শুভ ক্ষণে কাঁচি হলুদ ও কড়ি একসঙ্গে একটি লাল কাপড়ে বেধে রেখে দিন।
২) প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করে বা লক্ষ্মীঘট স্থাপন করে পুজো করে তুলসী তলায় দুধ ঢালুন।
৩) খেতে বসার আগেই খাবারের কিছুটা অংশ পশু বা পাখিদের জন্য সরিয়ে রাখুন। পাতের অবশিষ্ট অংশ খেতে দেবেন না।
৪) প্রত্যেকদিন ব্যবসার স্থানে বা বাড়িতে গণেশ ও লক্ষ্মীর পুজো করুন।
৫) বাড়িতে পুজো পাঠ করে স্থাপন করুন শ্রী যন্ত্রম। ব্যবসার স্থান হলে, ক্যাসবাক্সে কুবের যন্ত্র স্থাপন করুন।
৬) বছরে অন্তত একবার ধনলাভ যজ্ঞ করান। প্রতি শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যজ্ঞ করালে তা অত্যন্ত শুভ ফল দেয়।
৭) সব সময় আলমারি ঘরের উত্তর দিকে রাখুন। এতে আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়।