সংক্ষিপ্ত
বছরের প্রথম মাস জানুয়ারি। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। রাশিচক্রের প্রথম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র।
রাশিচক্রের তৃতীয় রাশি কর্কট, এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। তবে এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এরা সময় সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
জানুয়ারি মাসে কর্কট রাশির সহকর্মীদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন। গুরুজনদের জন্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এই মাসে বারতি আয় কম হবে। বন্ধুর ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কাজে সমস্যা হতে পারে। চঞ্চলতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ব্যক্তির থেকে আঘাতের যোগ আসতে পারে। ব্যাবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। মানসিক সমস্যা কোনও কারণে বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন- Capricorn Work Life 2022: নতুন বছরে কেমন প্রভাব পড়বে মকর রাশির অর্থ ও কর্মজীবনে
আরও পড়ুন- Important Astro Dates In 2022: দেখে নিন ২০২২ সালের প্রধান জ্যোতিষ সংক্রান্ত ঘটনাগুলি