Asianet News BanglaAsianet News Bangla

এই মাসে উপকার করতে গিয়ে বদনাম জুটতে পারে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর

বছরের সপ্তম মাস জুলাই। পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

July 2022 how will effect on Aquarius according to astrology BDD
Author
Kolkata, First Published Jul 14, 2022, 7:47 AM IST

ইংরেজি বছরের সপ্তম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। 

কুম্ভ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের একাদশ রাশি  কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর 

আরও পড়ুন-  এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর


জুলাই মাস কেমন প্রভাব ফেলবে-
জুলাই মাসে কুম্ভ রাশির ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। 

Follow Us:
Download App:
  • android
  • ios