সংক্ষিপ্ত
বছরের সপ্তম মাস জুলাই। পাশাপাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ইংরেজি বছরের চতুর্থ মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়।
কর্কট রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। এদের প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে, তোষামোদ প্রিয়। এরা কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। এরা চিন্তাশীল কিন্তু কথা বেশি বলে। এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এই রাশির মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। বালকের মতোই এর কার্যকরিতা কিন্তু কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য, কিন্তু এরা কাজ পাগল। এই রাশির জাতকরা কখনও কুটিল, কখনও সরল। এরা কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
আরও পড়ুন- এই মাসে ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর
আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর
আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর
জুলাই মাস কেমন প্রভাব ফেলবে-
জুলাই মাসে কর্কট রাশির ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এই সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। তবে কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। এই মাসে কর্কট রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। মাসে বিদেশে থাকা পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। ঋণ গ্রহণ করতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।