সংক্ষিপ্ত

মঙ্গলবার, ৫ মে শনিবার অর্থাৎ আজ এক বিশেষ তিথি
বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রদোষ ব্রত
এই দিনে শিবের পুজো এবং উপোসের রীতি রয়েছে
এইদিনে উপোস করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং শিবধাম পায়

মঙ্গলবার, ৫ মে শনিবার অর্থাৎ আজ এক বিশেষ তিথি। এই দিন হল বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রদোষ ব্রত। এই দিনে শিবের পুজো এবং উপোসের রীতি রয়েছে। হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, প্রদোষ ব্রত ১৩ তম দিনে অর্থাৎ শুক্লা এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে করা হয়। এইভাবে, এই তিথি মাসে দুইবার আসে। এই দিনে ভগবান শিবের পুজো হয়। এই প্রদোষতিথিতে মহাদেবকে স্মরণ করে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং তারা শিবধাম পায়। 

আরও পড়ুন- মে মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, দেখে নিন

জনশ্রুতি অনুসারে, চাঁদ যক্ষ্মায় ভুগছিলেন যার তার প্রাণহানির আশঙ্কা ছিল। ভগবান শিব ত্রুটি নিবারণ করেছিলেন এবং তাঁকে ত্রয়োদশীতে আবার জীবন দান করেছিলেন। সেই থেকেই এই দিনটি প্রদোষ নামে পরিচিত। এ ছাড়া সপ্তাহের বিভিন্ন দিনে প্রদোষের উপস্থিতির কারণে এর ফল আলাদা হয়। এবারে প্রদোষ মঙ্গলবারে পড়েছে। এর প্রভাবগুলি রোগ থেকে মুক্তি পায়।

আরও পড়ুন- সিংহ রাশি আজ কোনও সুখবর পেতে পারেন, দেখে নিন আপনার রাশিফল

এদিন সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন।  
শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন। 
শিবলিঙ্গ ভাল করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান।  
শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান। 
এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। নিঁখুত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। 
পারলে অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন।  ধূপ ধুনো জ্বেলে মহাদেবের পুজো করুন। 
ওম নমঃ শিবায়ঃ মন্ত্র উচ্চারণ করুন। শিবলিঙ্গের উপর চন্দনের ফোঁটা দিয়ে দিন। 
বাতাসা ও মনের মত ফল ও মিষ্টি দিয়ে পুজো সেরে ফেলুন। 
অবশ্যই যে দিন মহাদেবের পুজো করবেন, সেই দিন নিরামিষ খাবেন। 
এইদিনে এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন আর কাটিয়ে উঠুন জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা।