সংক্ষিপ্ত

মিথুন রাশির জাতক বা জাতিকারা সাধারণত স্বাধীন হয়। তাদের নিজেদের মত করে জীবনযাপন করতে পছন্দ করে। জীবনে বা কাজে অন্য কারও হস্তক্ষেপ পছন্দ করে না। 

কেমন হয় মিথুন রাশিয়ার জাতক বা জাতিকারা? আজ সেই নিয়েই আলোচনা করবে। মিথুন হল রাশিচক্রের তৃতীয় রাশিয়। দুটি মানুষ মিথুন রাশির প্রতীক। মূলত প্রেমের প্রতীক হল এই রাশি। কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রেম খুবই সমস্যার। এদের প্রেম দীর্ঘস্থায়ী হয় না।  মিথুন রাশির জাতক বা জাতিকারা সাধারণত স্বাধীন হয়। তাদের নিজেদের মত করে জীবনযাপন করতে পছন্দ করে। জীবনে বা কাজে অন্য কারও হস্তক্ষেপ পছন্দ করে না। এরা নির্ভিক হয়। সামাজিক হলেও সকলের সঙ্গে সবসময় কথা বলতে চায় না। এরা সাধারণত বুদ্ধিজীবী হিসেবে পরিচিত হয়। 

মিথুন রাশির লক্ষণ- 
এই রাশির জাতকরা সাধারণত পরিষ্কার ও স্বচ্ছ থাকতে পছন্দ করে। এরা খুব চুপচাপ প্রকৃতির হয়। নীরবেই অপরের প্রশংসা করে। এরা খুব আবেগ প্রবণ ও প্রেমিক প্রকৃতির হয়। তবে এদের জীবনসঙ্গী সবসময় এদের বুঝতে পারে না। তবে জীবনসঙ্গী হিসেবে কাউকে বেছে নেওয়ার আগে এদের উচিৎ সবকিছু খতিয়ে দেখা। 

মিথুন রাশির পছন্দ-অপছন্দ
মিথুন রাশির জাতকরা বেশি পরিশ্রম পছন্দ করে না। তবে ব্যস্ত জীবন এদের পছন্দ। মিথুন রাশির জাতক বা জাতিকাদের একটি বৈশিষ্ট্য হল এরা খুব দ্রুত প্রেমে পড়ে। আবার খুব দ্রুত কাউকে ভুলেও যেতে পারে। এদের মেজাজ দ্রুত পরিবর্তন হয়। সিদ্ধান্ত গ্রহণ এদের দক্ষতাকে প্রভাবিত করতে পারে না। এরা শখ আর চাকরি নিয়ে খুব ব্যস্ত থাকতে ভালবাসে। তবে মিথুন রাশিয়ার মানুষরা কারও সঙ্গে দীর্ঘ মেয়াদী সম্পর্ক রাখতে পারে না। প্রতিশ্রুতি এরা দেয় না। আবার কোনও এক জনের ওপর বেশি মনোযোগ দিতেও এরা পছন্দ করে না।