সংক্ষিপ্ত

 ভাইফোঁটা মানে মিষ্টি মুখ। নানা রকম মিষ্টি সাজিয়ে ভাইকে দিয়ে থাকেন সকলে। এবছর মিষ্টি দিন রাশি মেনে। এবছর ২৬ তারিখ পড়ছে ভাইফোঁটা। দুপুর ২টো ৪২ মিনিটে পড়ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ পর্যন্ত। প্রতিপদে ফোঁটার সময় ২৬ অক্টোবর দুপুর ২টো ৪০ মিনিট পর্যন্ত।

ভাইফোঁটা মানে মিষ্টি মুখ। নানা রকম মিষ্টি সাজিয়ে ভাইকে দিয়ে থাকেন সকলে। এবছর মিষ্টি দিন রাশি মেনে। কোথাও ২৬ তো কোথাও ২৭ তারিখ অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। দুর্গোৎসবের পর থেকে একে একে পালিত হয় বিশেষ উৎসব। এবছর ২৬ তারিখ পড়ছে ভাইফোঁটা। দুপুর ২টো ৪২ মিনিটে পড়ছে। থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ পর্যন্ত। প্রতিপদে ফোঁটার সময় ২৬ অক্টোবর দুপুর ২টো ৪০ মিনিট পর্যন্ত। দেখে নিন কোন মিষ্টি উপহার দেবেন ভাইকে। 

মেষ রাশি- আপনার ভাইয়ের রাশি যদি হয় মেষ, তাহলে মালপোয়া দিতে পারেন ভাইকে। মেষ রাশির জন্য মালপোয়া শুভ বলে গণ্য হয়। 

বৃষ রাশি- ভাইয়ের রাশি যদি হয় বৃষ, তাহলে তাকে দুধের তৈরি মিষ্টি দিতে পারেন ভাইকে। এই ধরনের মিষ্টি বৃষ রাশির জন্য শুভ। 

মিথুন রাশি- বেসনের তৈরি মিষ্টি দিতে পারেন মিথুন রাশির ভাইদের। এই রাশির ছেলেদের জন্য বেসনের তৈরি মিষ্টি শুভ। 

কর্কট রাশি- রাবড়ি দিতে পারেন কর্কট রাশির ছেলেদের। কর্কট রাশির জন্য রাবড়ি শুভ বলে গণ্য করা হয়। আপনার ভাইয়ের রাশি যদি কর্কট তাহলে রাবড়ি দিতে পারেন। 

সিংহ রাশি- শরবত দিতে পারেন সিংহ রাশির ছেলেদের। মিষ্টির সঙ্গে শরবত দিয়ে থাকেন অনেকে। আপনার ভাইয়ের রাশি যদি হয় সিংহ তাহলে অবশ্যই তাতে শরবত দেবেন। 

কন্যা রাশি- ভাই যদি কন্যা রাশির অধীনে থাকেন তাহলে তাতে মতিচুর লাড্ডু দিতে পারেন। এই লাড্ডু কন্যা রাশির জন্য শুভ বলে গণ্য করা হয়। 

বৃশ্চিক রাশি- গুড় দিয়ে নানান মিষ্টি তৈরি হয়ে থাকে। এবছর ভাইফোঁটায় বৃশ্চিক রাশির ছেলেদের গুড় দিয়ে তৈরি মিষ্টি দিতে পারেন। এই ধরনের মিষ্টি ভাইয়ের জন্য শুভ বলে গণ্য করা হয়। 

ধনু রাশি- ভাইয়ের রাশি যদি হয় ধনু তাহলে তার পাতে অবশ্যই রাখুন রসগোল্লা। এটি ধনু রাশির জন্য শুভ মিষ্টি বলে গণ্য করা হয়। 

মকর রাশি- আপনার ভাই যদি মকর রাশির জাতক হয়ে থাকেন, তাহলে তাকে দিতে পারেন বালুশাহী। মিলবে উপকার। 

কুম্ভ রাশি-  সবুজ রঙের কোনও মিষ্টি উপহার দিতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাকে। সবুজ রঙ কুম্ভ রাশির জন্য শুভ। 

মীন রাশি- আপনার ভাই যদি মীন রাশির অধীন হয় তাহলে তাকে দিতে পারেন মিল্ক কেক। এই সুস্বাদু মিষ্টি মীন রাশির জন্য শুভ।      
 

আরও পড়ুন- এবারের ভাই ফোঁটায় তৈরি হচ্ছে বিশেষ যোগ, জেনে নিন কোন মুহুর্তে ভাইদের ফোঁটা দেওয়া শুভ

আরও পড়ুন- অন্নকূট ও গোবর্ধন পূজার শুভ সময় মাত্র ২ ঘন্টা ১৪ মিনিট, জানুন সময় পদ্ধতি এবং গুরুত্ব

আরও পড়ুন- ২৬ না ২৭ অক্টোবর, ভাই ফোঁটা দেওয়ার শুভ দিন তিথি ও সময় জেনে নিন