সংক্ষিপ্ত
মাঘ নবরাত্রির অষ্টম দিনে মহাগৌরী রূপে পুজিত হন দেবী। মহাগৌরী মা দুর্গার (Devi Durga) করুণময়ী অবতারের প্রতিনিধিত্ব করে। তাঁর এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডামরু থাকে। এক হাতে তিনি আশীর্বাদ দেন অন্য হাতে দান করে অর্থ।
নবরাত্রি উদযাপনের জন্য মাঘ (শীতকাল), বসন্ত (বসন্ত কাল), আষাঢ় (বর্ষা) এবং শারদ (শরৎ) এই চারটি সময় খুবই গুরুত্বপূর্ণ। মা দূর্গার শক্তির পুজো হয়ে থাকে ঋতু পরিবর্তনের এই চার সময়। তবে বসন্ত (বসন্ত- চৈত্র) এবং শরৎ (শারদ- আশ্বিন) সবচেয়ে জনপ্রিয়। মাঘ ও আষাঢ় মাসে যে নবরাত্রি পালিক হয় তাকে বলা হয় গুপ্ত নবরাত্রি (Magh Navaratri)। এই বছর মাঘ নবরাত্রি শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি। আজ মাঘের অষ্টমী তিথি (অষ্টমী), শুক্লপক্ষ। আর দেবী দুর্গার মহাগৌরী রূপের পুজো হয়ে থাকে।
প্রতি ঋতুতে টানা ৯ দিন ধরে চলে নবরাত্রি উৎসব। এই সময় দেবী দুর্গার (Devi Durga) নয়টি রূপের সঙ্গে পুজিত হয় মহাবিদ্যার। দেবীর নয়টি রূপ হল চন্দ্রঘন্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, শৈলপুত্রী, ব্রক্ষ্মচারিণী এবং সিদ্ধিধাত্রী।
মাঘ নবরাত্রির অষ্টম দিনে মহাগৌরী রূপে পুজিত হন দেবী। মহাগৌরী মা দুর্গার (Devi Durga) করুণময়ী অবতারের প্রতিনিধিত্ব করে। তাঁর এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডামরু থাকে। এক হাতে তিনি আশীর্বাদ দেন অন্য হাতে দান করে অর্থ।
মহা গৌরী পুজোর বিধি
সকালে উঠে স্নান সেরে ঠাকুর ঘর পরিষ্কার করুন। এবার দেবীর সামনে ধূপ ও প্রদীপ জ্বালুন। গণেশ (Lord Ganesh) পুজো করুন সবার আগে। তারপর দেবীর বন্দনা করুন। নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করুন। আরতি করে পুজো (Worship) শেষ করুন। সঠিক নিয়ম মেনে দেবীর পুজো করবেন। নবরাত্রিরে ৯ দিন ধরে দেবী দুর্গা পুজো হন। পুজোর এই কদিন নিরামিষ ভোজন করার কথা প্রচলিত। এই কদিন পেঁয়াজ, রসুন যেমন খাবেন না, তেমনই মদ্যপানও করবেন না। পুজো করার সময় কালো কাপড় ও চামড়ার বেল্ট পরা নিষেধ। এই ৯দিন দেবীকে নৈবেদ্য ও ফল অর্ঘ্য দিন। এক মনে দেবীর বন্দনা করুন। পুজো শেষে নিরামিশ ভোজন করে উপবাস ভাঙতে হয়। নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করলে সব কাজে সফল হবেন।
কথিত আছে, নবরাত্রিরের অষ্টমী দিনে মহাগৌরী রূপে পুজিত হন দেবী। এই সময় দেবীর কৃপা পেতে নিষ্ঠা ভরে, নিয়ম মেনে মায়ের পুজো করুন। সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করলে সব কাজে সফল হবেন। মায়ের কৃপায় জীবনের সকল সমস্যা দূর হবে।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন: মঙ্গলবার ৫ রাশির আর্থিক উন্নতি নিশ্চিত, দেখে নিন আজকের রাশিফল