সংক্ষিপ্ত
হিন্দু শাস্ত্র অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই থেকে এই দিনটি পালিত হয় ভীষ্মের মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়। সারা দেশে দিনটি ভীষ্ম অষ্টমী (Bishma Ashtami) হিসেবে পরিচিত। এদিন ভীষ্ম অষ্টমী তিথি শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি সকাল ৬.১৬ মিনিট থেকে। আর শেষ হচ্ছে ৯ ফেব্রুয়ারি ৮.৩১ মিনিটে।
প্রয়াত হলেন মহাভারত খ্যাত ভীম। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ কুমার সোবতি (Prabin Kumar Sobti)। ভীষ্ম অষ্টমী তিথিতে (Bishma Ashtami) না ফেরার দেশে পাড়ি দিলেন টেলি দুনিয়া খ্যাত ভীম। দেশবাসী যখন ভীষ্ম অষ্টমী পালনে ব্যস্ত তখন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।
হিন্দু শাস্ত্র অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই থেকে এই দিনটি পালিত হয় ভীষ্মের মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়। সারা দেশে দিনটি ভীষ্ম অষ্টমী (Bishma Ashtami) হিসেবে পরিচিত। এদিন ভীষ্ম অষ্টমী তিথি শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি সকাল ৬.১৬ মিনিট থেকে। আর শেষ হচ্ছে ৯ ফেব্রুয়ারি ৮.৩১ মিনিটে।
মহাভারত অনুসারে মহারাজ শান্তনু এবং গঙ্গা পুত্র ছিলেন ভীষ্ম। প্রথম জীবনে তাঁর নাম ছিল সিদ্ধার্থ। তিনি তাঁর জীবদ্দশায় সিংহাসনের মোহ ত্যাগ করেছিলেন। এমনকী সারা জীবন বিবাহ না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। তাঁর এই কঠিন প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম নামে খ্যাত। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ ত্যাগ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবীর ভীষ্ম একাই পাণ্ডবদের সৈন্যবল ধ্বংস করে দিয়েছিলেন। ভীষ্মকে নিরস্ত করতে শিখণ্ডীকের সামনে দাঁড় করিয়ে বাণ নিক্ষেপ করেছিলেন অর্জুন। যুদ্ধ ক্ষেত্রে মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমীতে প্রাণ ত্যাগ করেন তিনি। এসেই থেকে এই দিনটি পালিত হচ্ছে ভীষ্ম (Bhisma) অষ্টমী হিসেবে।
মহাভারতের এই কাহিনি উঠে এসেছিল টেলিভিশনের পর্দায় (Television Serial)। বি আর চোপড়া পরিচালিত জনপ্রিয় সিরিয়াল মহাভারতে দেখা গিয়েছিলেন ভীমের জীবন। সিরিয়ারে উঠে এসেছিল তাঁর জীবনের সকল কাহিনি। মহাভারত সিরিয়ালটি টেলিকাস্ট হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল সিরিয়ালটি। সেই সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীণ কুমার(Prabin Kumar Sobti)। আজ ভীষ্ম অষ্টমীতেই প্রয়াত হলেন তিনি। সোমবার রাত সাড় ৯টায় দিল্লিতেই নিজের বাড়িতেই মারা গেলেন মহাভারত-এর ভীম।
আরও পড়ুন: ফের নক্ষত্রপতন, ৭৪ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মহাভারতের 'ভীম'
আরও পড়ুন: ভীম চরিত্র-ই তাঁকে করে রেখেছে জনপ্রিয়, প্রবীণ কুমারের জীবন অবাক করার মতো
একের পর এক নক্ষত্র পতন হচ্ছে বিনোদন জগতের। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয় ১১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি। শেষে করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান সুর সম্রাজ্ঞী। লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শোকে যখন কারতর বিশ্ববাসী, তখনই এল প্রবীণ কুমারের (Prabin Kumar Sobti) মৃত্যুর খবর। তাঁর মৃত্যুতে ফের শোকের ছায়া নেমে এল বিনোদন দুনিয়ায়।