সংক্ষিপ্ত

  • নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায়
  • চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ
  • চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য
  • নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে

চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। মানুষের নামের মধ্যেই তার চরিত্র লুকিয়ে থাকে। আর চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে জানেন কী, জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। 
ইংরেজি বর্ণমালায় যেহেতু 'পি' দিয়ে শুরু হয়, তাহলে মনে করা হয় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুবই একাগ্রচিত্তের মানুষ হন। এদের জীবনে ধূসর রং এর প্রভাব অত্যন্ত বেশি হয়।

আরও পড়ুন- নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে
এরা খেতে খুব ভালোবাসেন, সেই সঙ্গে খাওয়াতেও ভালোবাসেন।
এরা নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে একই কাজের ভার সহজে অন্য কারও উপর চাপিয়ে দিতে পারে।
এরা প্রচুর পরিশ্রমী সেই সঙ্গে খুব জেদী স্বভাবের।
লড়াই করে নিজের লক্ষ্যে পৌঁছানোর মানসিকতা এদের মধ্যে লক্ষ্য করা যায়।
এরা খুব সৎ এবং স্পষ্টাবাদী, সেই কারনেই এদের শত্রু সংখ্যাও প্রচুর।
ইচ্ছাশক্তি প্রবল হওয়ায় শত সমস্যার মধ্যেও এরা সাফল্যের শিখরে পৌঁছে যান।
এরা কখনোই নিজেদের মনের কথা অন্য কারও সঙ্গে ভাগ করেন না।
অপরের সমস্যায় সব সময় এরা সাহায্য করতে এগিয়ে যান।