Asianet News BanglaAsianet News Bangla

পিতৃপক্ষের বাস্তু নিয়ম, পূর্বপুরুষের আশির্বাদ পেতে এই কাজগুলি অবশ্যই করুন

পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর একটি দুর্দান্ত সময়। এই সময়টা অনেকেই বেশ কিছু নিয়ম পালন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষে পূর্ব পুরুষরা আশির্বাদ করেন তাঁদের উত্তরসুরীকে। এই সময় বাস্তুর কিছু নিয়ম পালন করলে বিশেষ সুফল পাওয়া যায়। 

vastu tips for Pitru Paksha 2022, do these things at home to please the ancestors bsm
Author
First Published Sep 12, 2022, 6:48 AM IST

পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর একটি দুর্দান্ত সময়। এই সময়টা অনেকেই বেশ কিছু নিয়ম পালন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষে পূর্ব পুরুষরা আশির্বাদ করেন তাঁদের উত্তরসুরীকে। এই সময় বাস্তুর কিছু নিয়ম পালন করলে বিশেষ সুফল পাওয়া যায়। 

পুর্বপুরুষের ছবি লাগানর নিয়মঃ
অধিকাংশ মানুষ এখনও  বাড়িতে পূর্ব পুরুষের ছবি লাগান। তবে ছবি যদি ভুল জায়গায় লাগান হয় তবে পূর্ব পুরুষের কোপে পড়তে পারেন। বাস্তু শাাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিনে পিতৃপুরুদের ছবি লাগান শ্রেয়। এটি সবথেকে শুভ স্থান। এমন জায়গায় ছবি লাগান উচিৎ যেখানে যাওয়া আসারপথে বাড়ির সদস্যদের চোখে পড়বে ছবি। 

এখানে লাগাবেন না ছবি 
ভুলেও বাড়ির উত্তর দিকে পূর্ব পুরুষের ছবি লাগাবেন না। পর্ব পুরুষের ছবির সঙ্গ একই সারিতে কোনও দেবতার ছবি লাগাবেন না। তাকে দেবতার কোপে পড়তে পারেন। ঠাকুর ঘরে আর রান্না ঘরে পূর্ব পুরুষদের ছবি রাখবেন না। 

পিতৃপুরুষের জন্য করণীয়
পিতৃপক্ষের সময় প্রতিদিন সকালে প্রবেশদ্বারে জল ছিটে দিন। সন্ধ্যা বেলায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে রাখুন। বাস্তু শাস্ত্র অনুযায়ী পূর্ব পুরুষদের প্রসন্ন করার জন্য বাড়ির প্রবেশ দ্বার পরিচ্ছন্ন রাখুন। 

পিতৃপক্ষে এই কাজ করবেন না
হিন্দু শাস্ত্রমতে পিতৃপক্ষের সময় ভুলেও চুল কাটবেন না। নতুন কোনও কাজ শুরু করবেন না। তাহলে পূর্বপুরুষের কোপে পড়তে পারেন। 

পিতৃপক্ষে পূর্বপুরুষদের খুশি করতে এই কাজ করুন 
পিতৃপক্ষ পূর্ব পুরুষদের প্রসন্ন করার জন্য ব্রাহ্মণদের খেতে দিন, মূলত নিরামিশ খাবার দেবেন। পশুপাখিদের জল ও খাবার দিন। তাতে পূর্ব পুরুষের আশির্বাদে অর্থ লাভ হবে।   

Follow Us:
Download App:
  • android
  • ios