সংক্ষিপ্ত

  • হাতের রেখায় চতুর্ভুজ চিহ্ন স্পষ্টভাবে থাকলে সেটি রক্ষা কবচের মত কাজ করে
  • মনে করা হয় এই চিহ্ন সমস্ত রকম অশুভ যোগ থেকে রক্ষা করে
  • এই রেখাটি হৃদয়রেখা ও শিরোরেখার সঙ্গে ভাগ্যরেখা ও স্বাস্থ্যরেখার মিলে তৈরি হয়
  • হাতের রেখায় চতুষ্কোণ সমান এবং স্পষ্টভাবে চওড়া হলে সেই জাতক বা জাতিকা জীবনে শুভ ফল পায়

জ্যোতিষশাস্ত্র মতে, মানব জীবনের ভাগ্যের উল্লেখ থাকে হাতের রেখায়।  হস্তরেখাবিদের মতে, আমাদের সবার হাতে যে আঁকিবুকি কাটা থাকে, তাতেই আমাদের ভবিষ্যৎ এবং চরিত্র সম্পর্কে প্রচুর তথ্য সম্বন্ধে ধারনা পাওয়া সম্ভব। ইংরেজি শব্দ পামিস্ট্রিকে ভেঙে বলা হয় পাম-মিস্ট্রি অর্থাৎ হাতের তালুর রহস্য। এবার জেনে নেওয়া যাক হাতের তালুতে ক্রশ চিহ্ন থাকলে  কি ফল পাওয়া যায়।
হস্তরেখাবিদের মতে, বিশ্বের মাত্র ৩ শতাংশ মানুষের হাতে এই চিহ্নটি দেখতে পাওয়া যায়। যাদের হাতে এই চিহ্ন থাকে তাঁরা সৌভাগ্যের উত্তরাধিকারী হন।
যদি কোনও ব্যক্তির দুহাত মিলিয়ে এক্স বা ক্রশ চিহ্ন থাকে, তবে সেই ব্যক্তির আইকিউ খুব বেশি হয় এবং যে কোনও পরিবেশে তাঁরা মানিয়ে নিতে পারেন।
এঁরা সমাজে খুবই জনপ্রিয় ব্যক্তি হন। জীবনে এরা খুব সফল।
এঁরা খুব বিশ্বস্ত প্রকৃতির হন। প্রভূত জ্ঞানের অধিকারী ও বুদ্ধিমানও হন।
মহান কাজের জন্য সকলে এঁদের সব সময় মনে রাখেন।
হাতে এই চিহ্ন থাকলে প্রচুর ধন-সম্পত্তির মালিক হন এবং এদের এনার্জিও খুব বেশি হয়।
কনিষ্ঠ আঙুলের নিচের দিকে এই চিহ্ন থাকে তাহলে সেই ব্য়ক্তি মিথ্যা কথা বলেন।
মধ্যমার নিচে এক্স চিহ্ন থাকলে জীবনে অসুস্থতা লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে।
তর্জনীর নিচের দিকে এই এক্স চিহ্ন থাকলে সেই ব্যক্তির স্মৃতি ভ্রমের সম্ভাবনা থাকে।