সংক্ষিপ্ত

রুদ্রাক্ষ অনেক ধরেনের হয়। একমুখী রুদ্রাক্ষ যেমন হয় তেমনই তেরোমুখী রুদ্রাক্ষও হয়। তাই রুদ্রাক্ষ ধারণের আগে জেনে নেওয়া উচিৎ কোন রুদ্রাক্ষ আপনার সহ্য হবে। রাশি অনুযায়ী রুদ্রাক্ষ পরাও শ্রেয় বলে মনে করা হয়।

প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান শিবের চোখের জল থেকেই তৈরি হয়েছে রুদ্রাক্ষ। তাই এটিকে অত্যান্ত শুভ আর গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।  শিবের উপাসনার জন্য রুদ্রাক্ষের বিশেষ প্রয়োজন হয়। পাশাপাশি এটি ধারণ করাও অত্যান্ত শুভ। কিন্তু রুদ্রাক্ষ অনেক ধরেনের হয়। একমুখী রুদ্রাক্ষ যেমন হয় তেমনই তেরোমুখী রুদ্রাক্ষও হয়। তাই রুদ্রাক্ষ ধারণের আগে জেনে নেওয়া উচিৎ কোন রুদ্রাক্ষ আপনার সহ্য হবে। রাশি অনুযায়ী রুদ্রাক্ষ পরাও শ্রেয় বলে মনে করা হয়। রুদ্রাক্ষের গুণাগুণের কথা উল্লেখ রয়েছে পুরাণেও। আর জ্যোতিষ মনে শিবের আশীর্বাদ পাওয়ার সবথেকে সোজা রাস্তায় হল রুদ্রাক্ষ ধারন করা। রুদ্রাক্ষ দেবতা আর ৯টি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলেও দাবি করা হয় হয় পুরাণে। তবে মন পরিষ্কার করেই রুদ্রাক্ষ ধারণ করা উচিৎ।

এবার এর নজরে দেখে  নিন কোন রাশির জাতকদের কতমুখী রুদ্রাক্ষ পরা উচিৎঃ 

মেশ রাশি- জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশির জাতকদের একটি একমুখী, তিন বা পাঁচমুখী রুদ্রাক্ষ পরাই শ্রেয়। তাতে এরা লাভবান হবেন। 

বৃষ রাশি- এই রাশিত জাতক বা জাতিকারা এক তিন বা পাঁচমুখী রুদ্রাক্ষ পরতে পারেন। 

বৃষ রাশি- এই রাশির জাতক বা জাতিকারা দুই, চার বা ছয়মুখী রুদ্রাক্ষ পরতে পারেন। তাতে এরা সহজে শিবের আশীর্বাদ পাবেন। 

মিখুন রাশি- এই রাশির জাতকনা চার, পাঁচ বা ১৩ মুখী রুদ্রাক্ষ পরতে পারেন। তাতে ভাগ্যদেবতা প্রসন্ন হবেন। 

কর্কট রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতকরা তিন পাঁচমুখী রুদ্রাক্ষ পরতে পারেন। পাশাপাশি একা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ পরলে সুফল পেতে পরেন। 

কন্যা রাশি- এই রাশিকর জাতক বা জাতিকারা  চার, পাঁচ বা ১৩মুখী রুদ্রাক্ষ পরলে মহাদেব তুষ্ট হয়। 

তুলা রাশি- এরা চার, ছয় বা ১৪মুখী রুদ্রাক্ষ পরতে পারেন। তাতে শুভ সময় আসবে। 

বৃশ্চিক রাশি - সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য এই রাশির জাতকরা তিন, পাঁচ বা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পরতে পারেন। 

ধনু রাশি- এক, তিন পাঁচমুখী রুদ্রাক্ষ এদের জন্য শ্রেয়। 

ধনু রাশি- এই রাশির এক তিন পাঁচমুখী রুদ্রাক্ষ পরলে দ্রুত শুভফল পাবেন। 

মরক রাশি- ভোলানাথের আশীর্বাদ পাোযার জন্য এই রাশির মানুষরা চার, ছয় ও ১৪মুখী রুদ্রাক্ষ পরতে পারেন। 

কুম্ভরাশি- এই রাশির জাতকরা চার বা ছয়মুখী রুদ্রাক্ষ পরতে পারেন। ১৪মুখী রুদ্রাক্ষও এদের জন্য শুভ। 

মীন রাশি- এই রাশির জাতকরা জীবনে শান্তি আর স্বাচ্ছন্দ্যের জন্য তিন, পাঁচ আর গৌরী -শঙ্কর রুদ্রাক্ষ পরতে পারেন।