Asianet News bangla - Editor’s Team

Rajat Karmakar

EditorLead

১৪ বছর ডিজিটাল সাংবাদিকতার জগতে থাকার পর এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে রজত কর্মকার কন্টেন্ট লিড এবং এডিটর হিসাবে যুক্ত হয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সাফল্যের সঙ্গে কাজ করেছেন আনন্দবাজার পত্রিকা ডিজিটাল, টাইমস ইন্টারনেট, আজতক বাংলা, নিউজ ১৮-তে। লিখতে ভালোবাসেন। তির্যক তাঁর কাছে সোজা। ভালোবাসেন খেলা, খাওয়া, রাজনীতি এবং বই পড়তে। তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে এখানে বার্তা পাঠাতে পারেন: rajat.karmakar@asianetnews.in

১০ই জানুয়ারি ২০২২ থেকে এশিয়ানেট নিউজ বাংলার ভিডিও সম্পাদনায় নিযুক্ত বিমান মণ্ডল। টেলিভিশন নিউজ চ্যানেলের কাজ দিয়ে কর্মজীবন শুরু হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফি ও ভিডিও প্রোডাকশনে ডিপ্লোমা রয়েছে বিমানের। বিমানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে biman.mondal@asianetnews.in

Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter

সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism

অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in

দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Arup Dey

Editor

অরূপ দে, ২৭ জানুয়ারি ২০২২ থেকে এশিয়ানেট নিউজ বাংলায় ভিডিও সম্পাদনার কাজে নিযুক্ত। কর্মজীবন শুরু করেছেন ডিজিটাল মিডিয়ায় ২০১৫ সাল থেকে। হাবরা শ্রীচৈতন্য কলেজে কমার্স নিয়ে পড়াশোনা। কঠোর পরিশ্রম সাফল্যের একমাত্র মূলমন্ত্র, বিশ্বাস করেন। দেশ, রাজ্য রাজনীতি, স্থানীয় খবর নিয়ে যথেষ্ট সচেতন। সর্বদাই সত্য ঘটনা দর্শকদের সামনে তুলে ধরেন।

Top Stories