- সকলের সামনেই ক্ষমা চাইলেন বিগ বি
- সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিপাক
- কোন সমস্যায় পড়লেন অমিতাভ
- শেষে মহিলা কবির কাছে ক্ষমা চাইতে হল
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। একের পর এক পোস্ট করে সকলের নজর কাড়েন তিনি। মধ্য রাত হোক বা সাত সকাল, অমিতাভের সোশ্যাল মিডিয়ার পাতায় নেই কোনও বিরাম বিশ্রাম। একবার এই নিয়ে রণবীর কাপুর প্রশ্নও করেছিলেন তাঁকে, কীভাবে সম্ভব হয় একটা অ্যাক্টিভ থাকা, অমিতাভ সাফ উত্তর দিয়েছিলেন, তিনি সব সময় তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে চান।
T 3765 - "थोड़ा पानी रंज का उबालिये
— Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020
खूब सारा दूध ख़ुशियों का
*थोड़ी पत्तियां ख़यालों की..*" ...more ..
this tweet credit should go to @TishaAgarwal , I was not aware of its origin .. someone sent it to me , I thought it to be good and posted ..
apologies 🙏🙏 pic.twitter.com/6YAOKXdIxe
কিন্তু এই দেখা মাত্রই পোস্টই এবার বিপাকে ফেলল বিগ বিকে। সম্প্রতি একটি কবিতা পছন্দ হয়েছিল তাঁর। তা মুহূর্তে তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। কিন্তু উল্লেখ করেননি কবি বা লেখিকার নাম। এতেই বারে জল্পনা, টিনা আগরওয়াল নামে সেই লেখিকাই উপস্থিত হন সোশ্যাল মিডিয়ার পাতায়। অমিতাভকে জানান, এই কবিতা তাঁর লেখা।
T 3765 - "थोड़ा पानी रंज का उबालिये
— Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020
खूब सारा दूध ख़ुशियों का
*थोड़ी पत्तियां ख़यालों की..*" ...more ..
this tweet credit should go to @TishaAgarwal , I was not aware of its origin .. someone sent it to me , I thought it to be good and posted ..
apologies 🙏🙏 pic.twitter.com/6YAOKXdIxe
এরপরই মুহূর্তে লেখিকার নাম উল্লেখ করে পোস্ট করেন অমিতাভ। যেখানে তিনি স্পষ্ট লেখেন, তিনি জানতেন না এই লেখা কার। লেখিকাকে উল্লেখ করে লেখেন তাঁর জানাই ছিল না কবিতার উৎস। এরপর অমিতাভ বচ্চনের পোস্টকে রিটুইট করেন টিনা। লেখেন অমিতাভের ভালো লেগেছে, তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় টিনার নামের উল্লেখ এসেছে এটাই সেরা পাওনা, শ্রেষ্ঠ সন্মান।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 30, 2020, 8:22 AM IST