- বরাবরই রসিক মানুষ অমিতাভ
- সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মজার পোস্ট করে থাকেন তিনি
- এবারও তার ব্যতিক্রম হল না
- হাতে মিষ্টি নিয়ে কেন ভাইরাল বিগ বি
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন যেভাবে এ্যাক্টিভ, ঠিক তেমনভাবে কোনও সেলেবের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে এখনও ভক্তদের সঙ্গে প্রতিটা সেকেন্ডে যোগাযোগ রাখা। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতা সামলে থাকেন তিনি। মধ্য রাত হক বা সাত সকাল, সামাজিক গুরুত্ববহুল পোস্ট হোক বা মজার টুইট, মুহূর্তে ভাইরাল হয়ে ওঠেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুনঃ আলাদাই রয়েছেন কাজল আর অজয়, সম্পর্ক ভাঙ্গন এর গুজব তুঙ্গে, জানুন আসল রহস্য কী
এবারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় আস্ত দুটি মিষ্টি হাতে নিয়েই দুঃখের পোস্ট করে বসলেন অমিতাভ বচ্চন। হাতে মিষ্টি এদিকে দুঃখ কীসের! কোনও রকমের কিন্তু মনে না রেখেই খোলসা করলেন বিগ বি। জানালেন, তিনি বহুদিন হল তাঁর মিষ্টি খাওয়া বারন। তাই হাতের কাছে মিষ্টি নিয়েই বেজায় কষ্টে অমিতাভ। একটি বিজ্ঞাপন শ্যুটের এই কাহিনি।
T 3757 - जब मीठा खाना छोड़ दिया तब shoot पे , हाथ में पकड़ा दिया rasgulla और gulab jamun और कहा ऐसा expression देना , की अभी अभी खा के बहुत स्वादिष्ट लगा है !!
— Amitabh Bachchan (@SrBachchan) December 18, 2020
इससे बड़ा torture life में नहीं हो सकता .... 😟😟😟😟😟 pic.twitter.com/p2lBn1MdBv
সেটে উপস্থিত হতেই অমিতাভ বচ্চনকে বলা হল হাতে মিষ্টি নিয়ে এমন এক্সপ্রেশন দিতে যাতে দেখে মনে হয় তিনি এখুনি খেয়েছেন, আর মনটা তৃপ্তিতে ভরে গিয়েছে। কিন্তু তিনি হাতে নিয়েও খেতে পারছেন না। যার জেরেই মন খারাপ অমিতাভের। যখনই কলকাতায় আসেন তিনি তখনই মিষ্টি মুখ করা চাই, কিন্তু বয়সের ভারে এখন সেসব অতীত, তাই অভিনয়ই এখন একমাত্র তৃপ্ত প্রদর্শণের রাস্তা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 20, 2020, 10:39 AM IST