সেলিব্রেশনে মাতল বচ্চন পরিবার বড়দিনে গালা ডিনারে জয়া-বিগ বি ডিনার পার্টিতে হাজির অভিষেক ঐশ্বর্য্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি 

বড়দিনে খুশির মেজাজে মাতল বচ্চন পরিবার। একই ফ্রেমে ভাইরাল বিগ বি-সহ পরিবারের সকল সদস্যরা। ২০২০-শেষে খুশির আমেজ বিশ্ব জুড়ে। করোনার কোপ থেকে নতুন বছর নিয়ে আসুক মুক্তির বাণী, গত কয়েকমাস ধরে এই অভিশপ্ত বছর শেষ হওয়ার অপেক্ষাতেই দিন গুণেছেন সকলে। সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চনও। পড়িয়ে ছিলেন ২০২১-এর শেষে লঙ্কা-লেবুও। 

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অমিতাভ বচ্চন। সেখানে ছবি শেয়ার করলেন ভক্তদের উদ্দেশ্যে, বিগ বি লিখলেন- শান্তি, সুরক্ষা ও আনন্দকে সঙ্গে করে নিয়েই কাটুক বড়দিন। তিনি নিজেও সেলিব্রেশন থেকে বাদ পড়লেন না। পরিবারের সঙ্গে সময় কাটয়ে নিলেন অভিতাভ বচ্চন। নাতনীর সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি হয়ে উঠল ভাইরাল। 

View post on Instagram

২০২০ বছরটা বচ্চন পরিবারের কাছেও ছিল খুব কঠিন সময়। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ছিলেন অমিতাভ বচ্চন। পাশাপাশি করোনা থাবা বসিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা ও অভিষেক বচ্চনের শরীরেও। পরিবারের সকলে সেই দুর্যোগ কাটিয়ে উঠে এখন সুস্থ ও সুন্দর এক বছরের লক্ষ্যে কাউন্ট ডাউনে যোগ দিয়েছে। সেই ঝলকই মিলল প্রতিটা ফ্রেমে।