- বছরের শুরুতে গালা হলিডে
- সাতদিনের মধ্যেই থ্রোব্যাকে ভাসছে অনন্যা
- মুহূর্তে ভাইরাল ইশান-অনন্যা জুটি
- গোপনে রোম্যান্স এবার প্রকাশ্যে
নতুন বছরের শুরুতে হোক একটু অন্যভাবে, ২০২০ অবশেষে নিচ্ছে বিদায়। এই দিকে নজর দিয়েই খুশি মেজাজে মেতেছিলেন সকলে। হোলিতে গা ভাসিয়ে ছিলেন সিলেট তারকারা। দুই রণবীর-আলিয়া দীপিকা, টাইগার দিশা এমনকি অনন্যা ঈশান ও। অন্যান্য কাপলদের ট্রিপটা খুব সহজ হলেও ঈশান অনন্যার গোপন প্রেম এত তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে তা হয়তো অনেকেই ভাবেননি।
বছরের শেষেই মুম্বাই এয়ারপোর্টে ফ্রেমবন্দী হয়েছিলেন এই জুটি। গুঞ্জনে সূত্রপাত তখন থেকেই। এবনি মিলতে থাকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ফটো। কখনো সিজলিং লুকিয়ে হট অনন্যা কখনো আবার অ্যাডভেঞ্চারে মেতে ভাইরাল ঈশান। ট্রিপ শেষ হয়েছে মাত্র এক সপ্তাহ। এরই মাঝে থ্রো ব্যাকে অনন্যা।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক হট সিজলিং ছবি। প্রেমে পিছনে ধরা পড়ল রঙিল আকাশ। মুহূর্তে যেন চোখ ধাঁধিয়ে গেল, অন্যদিকে ঈশানের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ভিডিও ভাইরাল। একসঙ্গে পোজ দিয়ে ছবি শেয়ার না করলেও ভিডিওর মাঝে ধরা দিল এক ঝলক অনন্য। ঈশান লিখলেনও ভিডিওগ্রাফি পুরো ক্রেডিট অনন্যার। বলিউডের রিয়েল লাইফের এই নয়া জুটির কেমিস্ট্রিতে এখন ভক্ত মহল।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 14, 2021, 9:36 AM IST